Question:ওযুর নিয়ম লেখ। 

Answer ওযুতে পরপর কতগুলে কাজ করতে হয়, এগুলোকে ওযুর নিয়ম বলে। যেমন- ১. নিয়ত করা; ২. বিসমিল্লাহ বলে ওযু শরু করা; ৩. কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া। ৪. তিনবার কুলি করা; ৫. দাঁত মাজা অথবা আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। ৬. পানি দিয়ে তিনবার নাক সাফ করা। ৭. সমস্ত মুখ তিনবার ধোয়া; ৮ কনুইসহ প্রথমে ডান পরে বাম হাত তিনবার ধোয়া। ৯. মাথা, কান ও ঘাড় একবার মাসেহ করা। ১০. গিরাসহ প্রথমে ডান ও পরে বাম পা তিনবার ধোয়া। ১১. ওযু শেষ করার পর কালেমা শাহাদাত পড়া। 

+ Report
Total Preview: 1410
ojur niyomo lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd