Question:রূকু কীভাবে করতে হয়? 

Answer সালাতে সূরা ফাতিহা ও আন্য একটি সূরা বা আয়াত পড়ব। এপটর মাথা ঝুঁকাব। দুই হাত দুই হাঁটুর ওপর রাখব। মাথা, পিঠ ও কোমর এক বরাবর রাখব। কনুই পাঁজর থেকে ফাঁক করে রাখব। রূকুতে তাসবিহ পাঠ করতে হয়। রূকুর তাসবিহ হলো- সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবেই রুকু করতে হয়। 

+ Report
Total Preview: 1347
ruku kivabe karote hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd