Question:সালাতের নৈতিক উপকার কী?
Answer সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহ তায়ালার ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। চরিত্রবান হয়। মসজিদে গিয়ে আমরা দেখি কেউ পুরানা ও ছেঁড়া কাপড় পরে আছে। কেউ খুব চিন্তিত, ক্ষুধার্ত আবার কেউ অক্ষম, পঙ্গু, অন্ধ। তখন আমাদের মধ্যে যারা ধনী তারা গরিবদের দুঃখ-কষ্ট বুঝতে পারবে। ফকির, মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ-কষ্টের কথা বলতে পারবে। ধনীরা তাদের সহায়ত করতে এগিয়ে আসবে। এভাবেই সমাজ, দেশ তথা সব জায়গায় একটা শান্তিময় পরিবেশ গড়ে উঠবে।
+ Report
shalater nৈtik upakar ki?