Answer আব্দুর রহমান সময়মতো সালাত আদায় করে। সময়মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম।
সময়সহ পাঁচ ওয়াক্ত সালাতের নাম নিচে দেওয়া হলো-
ফজর: রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিয়ে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহুর্তে তা শেষ হয়।
যোহর: দুপুরে সূর্য পশ্চিমে ঢলে পড়লে যোহর শুরু হয়। আর কোনো কাঠির ছায়া দ্বিগুণ হলে তা শেষ হয়।
আসর: যোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়। সূর্য অস্ত যাওয়অর পূর্বে তা শেষ হয়।
মাগরিব: সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়।
ইশা: মাগরিব শেষ হওয়ার পর ইশা শুরু হয়। ফজরের পূর্ব পর্যন্ত ইশা সালাতের সময় থাকে। তবে মধ্য রাতের পূর্বে ইশার সালঅত আদায় করা ভালো।