Question:আব্দুর রহমান আজান দেওয়ার সাথে সাথেই নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করে। আব্দুর রহমানের মতো সালঅত আদায় করা কার হুকুম। সময়সহ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত সালাতের নাম লিখ। 

Answer আব্দুর রহমান সময়মতো সালাত আদায় করে। সময়মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। সময়সহ পাঁচ ওয়াক্ত সালাতের নাম নিচে দেওয়া হলো- ফজর: রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিয়ে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহুর্তে তা শেষ হয়। যোহর: দুপুরে সূর্য পশ্চিমে ঢলে পড়লে যোহর শুরু হয়। আর কোনো কাঠির ছায়া দ্বিগুণ হলে তা শেষ হয়। আসর: যোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়। সূর্য অস্ত যাওয়অর পূর্বে তা শেষ হয়। মাগরিব: সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়। ইশা: মাগরিব শেষ হওয়ার পর ইশা শুরু হয়। ফজরের পূর্ব পর্যন্ত ইশা সালাতের সময় থাকে। তবে মধ্য রাতের পূর্বে ইশার সালঅত আদায় করা ভালো। 

+ Report
Total Preview: 638
abdhুr rohoman ajan deoyar shathe shathei namajo adayer proshotuti grhon kare. abdhুr rohomaner moto shalot aday kara kar hukumo. shomoyoshoho paঁch oyakto oyakto shalater namo likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd