Question:চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম লিখ।
Answer চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম নিম্নরূপ- ১. চোখে কখনো হাত লাগানো যাবে না। ২. ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে। ৩. চোখের পিঁচুটি ভালোভাবে সাফ করতে হবে। ৪. বেশি বেশি সবুজ শাকসবজি খেতে হবে। ৫. এছাড়া নিয়মিত ওযু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে।
+ Report
chokher parishkaro-paricchonnota bojay rakhar paঁchti niyomo likh.