Question:তোমার শ্রেণির ধর্মীয় শিক্ষক প্রদিতিন তোমাদেরকে উদ্দেশ্য করে বলেন, “তোমরা মিথ্যা কথা বলবে না সদা সত্য কথা বলবে।” তুমি তোমার শিক্ষকের কথা মতো চললে তোমাকে কী নামে ডাকা হবে? সত্য কথা বলার উপকারিতা সম্পর্কে ৪টি বাক্য লিখ। 

Answer যে সত্য কথা বলে তাকে সত্যবাদী নামে ডাকা হয়। সত্য কথা বলার উপকারিতা হলো- ১. যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে। ২. তাকে সবাই বিশ্বাস করে। ৩. সত্যবাদী আল্লাহর কাছে প্রিয়। ৪. সে বিপদে পড়লে সকলে এগিয়ে আসে এবং তাকে সাহায্য করে। 

+ Report
Total Preview: 1467
tomar sranir dhromiy shikhk proditin tomaderoke udodeshojkare bolen, “tomora mithoa katha bolbe na shoda shotta katha bolbe.” tumi tomar shikhker katha moto chlle tomake ki name daka hobe? shotta katha bolar upakarita shomoparoke ৪ti bakjlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd