1. Question:আব্বা-আম্মা খুশি থাকলে কী লাভ হয়? 

    Answer
    আব্বা-আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আমরা জান্নাত পাব।

    1. Report
  2. Question:সহপাঠীর অসুখ হলে কী করব? 

    Answer
    সহপাঠীর অসুখ হলে দেখতে যাব। সেবা করব। সাহস দেব। সান্তনা দেব।

    1. Report
  3. Question:সালাম বিনিময়ের বাক্যটি লিখ। 

    Answer
    সালাম বিনিময়ের বাক্যটি হলো-
    আসসালামু আলাইকুম।

    1. Report
  4. Question:সালামের জওয়াবে কী বলতে হয়? 

    Answer
    সালামের জওয়াবে- ‘ওয়া আলাইকুমুস সালাম’ বলতে হয়।

    1. Report
  5. Question:মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার হয়? 

    Answer
    মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার মেহমান খুশি হয়। মেজবানের সুনাম বাড়ে। মেজবান ও মেহমানের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ খুশি হন।

    1. Report
  6. Question:জীবে দয়া করলে আল্লাহ কী হন? 

    Answer
    জীবে দয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহর দয়া পাওয়া যায়।

    1. Report
  7. Question:মিথ্যা বলার ক্ষতি কী? 

    Answer
    যে মিথ্যা বলে তাকে কেউ ভালোবাসে না। বিশ্বাস করে না। আদর করে না। সম্মান দেয় না। বিপদে কেউ এগিয়ে আসে না। সাহায্য করে না।

    1. Report
  8. Question:আব্বা-আম্মার সাথে কিরূপ ব্যবহার করব? 

    Answer
    আমরা আব্বা-আম্মার সাথে সবসময় ভালো ব্যবহার করব। তাঁদের কথা শুনব। তাঁদের কথামতো বলব। সম্মান করব। সালাম দেব। আদেস মেনে চলব। সেবা করব। বিনয়ের সাথে কথা বলব। তাঁরা ডাকলে ‘জী’ বলে উত্তর দেব। আমরা আব্বা-আম্মার সাথে ঝগড়া করব না। রাগারাগি করব না। তাঁদের ধমক দেব না। কষ্ট দেব না। দুঃখ দেব না। সবসময় খুশি রাখব। সন্তুষ্ট রাখব।

    1. Report
  9. Question:সহপাঠীদের সাথে ভালো ব্যবহারের উপকারিতা কী কী? 

    Answer
    সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হন। সকলে প্রশংসা করে, ভালোবাসে। বিশ্বাস করে। আদর করে। আমরা সকলে এক সাথে মিলেমিশে থাকব। আমরা একে অপরের সুখে সুখী হব। দুঃখে দুঃখী হব। তাহলে আব্বা-আম্মা খুশি থাকবেন। শিক্ষকগণ খুশি হবেন। পরিবেশ সুন্দর থাকবেন। শিক্ষকগণ খুশি হবেন পরিবেশ সুন্দর হব। আল্লাহ খুশি হবেন।

    1. Report
  10. Question:সালাম দেওয়া-নেওয়ার নিয়ম লিখ। 

    Answer
    সালাম দেওয়া সুন্নত। আর জাওয়াব দেওয়া ওয়াজিব। কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দিতে হয়। এটা সুন্দর নিয়ম।
    সালাম: আসসালামু আলাইকুম।
    অর্থ: আপনার ওপর শান্তি বর্ষিত হোক।
    সালাম শুনলে সালামের জওয়াব দিতে হয়।
    সালামের জওয়াবে বলব- ওয়া আলাইকুমুস সালাম।
    অর্থ: আপনার ওপরও শান্তি বর্ষিত হোক।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd