Answer ইরাশ গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটা কিনে নেয়। কিন্তু তার দাম নিয়ে টালবাহানা করতে থাকে। উট বিক্রেতা হযরত মহানবি (স)-এর কাছে গিয়ে হাজির হলো। তাঁকে বলল, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টালবাহানা করছে। আমি মক্কার বাইরে থেকে আসা একজন মানুষ। আপনি তার কাছ থেকে আমার পাওনা আদায় করে দিন। মহানবি (স) উট বিক্রেতাকে নিয়ে আবু জাহেলের বাড়ি যান। তিনি আবু জাহেলকে উট বিক্রেতার পাওনা দিতে বলেন। সে বলল, আচ্ছা, একটু অপেক্ষা কর। তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে বাড়ির ভেতরে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে উট বিক্রেতাকে তার পাওনা দিয়ে দিল। উট বিক্রেতা কুরাইশদের সভায় গিয়ে বলল, ‘আল্লাহ হযরত মুহাম্মদ কে উত্তম পুরষ্কার দিন। তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন।’