Question:আমার বাবা আমাকের এমন একজন রাসুল সম্পর্কে বললেন যিনি দুষ্টলোদের চোখের কাঁটা ছিলেন। তারা রাসুলকে অনেক কষ্ট দিত। এ রাসুলের কী? তাঁর বিরোধী দুষ্টলোকদের নেতা কে ছিলেন? তাঁর হিজরত সম্পর্কে ৩টি বাক্য লিখ। 

Answer আমার বাবার বলা রাসুলের নাম হযরত মুহাম্মদ (স)। তাঁর বিরেধী দুষ্টলোকদের নেতা ছিলেন আবু জাহল। তাঁর হিজরত সম্পর্কে ৩টি বাক্য- ১. দুষ্ট লোকেরা মহানবি (স)-কে হত্যার ষড়যন্ত্র করল। ২. এজন্য আল্লাহ তায়ালার নিদের্শে মহানবি (স) মক্কা ছেড়ে মনিদায় চলে গেলেন। ৩. নবিজিীর এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে। 

+ Report
Total Preview: 614
amar baba amaker amon akjon rashul shomoparoke bollen jini dushtloder chokher kaঁta chilen. tara rashulke onek kasht dit. a rashuler ki? tar birodhi dushtlokder neta ke chilen? tar hijorot shomoparoke ৩ti bakjlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd