1. Question:ইমান শব্দের অর্থ কী? 

    Answer
    ইমান শব্দের অর্থ- বিশ্বাস স্থাপন, আস্থা স্থাপন, স্বীকৃতি দেয়া, নির্ভর করা, মেনে নেয়া ইত্যাদি।

    1. Report
  2. Question:সারা বিশ্বের পালনকর্তা কে? 

    Answer
    সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি এ বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি একক ও অদ্বীতিয় সত্তা।

    1. Report
  3. Question:আমাদের দীনের নাম কী? 

    Answer
    আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।

    1. Report
  4. Question:আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব? 

    Answer
    আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বলে আল্লাহর শোকর আদায় কবর।

    1. Report
  5. Question:আখিরাত মানে কী? 

    Answer
    আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd