1. Question:কোন বাড়িতে ৯৮০০০ গ্রাম চাল আছে । তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে ? ( উত্তর ক্রমবাচক সংখ্যায়) 

    Answer
    আমরা যদি ৯৮০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দ্ধারা ভাগ করি,
                  ১৫০
              _________
         ৬৫০) ৯৮০০০
                 ৬৫০
              __________
                  ৩৩০০
                  ৩২৫০
               __________
                      ৫০০
                       ০০০
                 _________
                       ৫০০
    তাহলে ভাগফল ১৫০ ভাগশেষ ৫০০ 
    ১৫০ তম দিনের পরে ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে । 
    সুতরাং ১৫০ + ১ = ১৫১ তম দিনে চাল শেষ হবে ।
    উত্তর: ১৫১ তম দিন ।

    1. Report
  2. Question:একটি বই তৈরী করতে ১২৮ তা কাগজ লাগে । ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরী করা যাবে ? 

    Answer
    আমরা যদি ৬০০০০ তা কাগজকে ১২৮ তা কাগজ দ্ধারা ভাগ করি,
                           ৪৬৮
                     __________
                ১২৮)  ৬০০০০
                         ৫১২
                     __________
                           ৮৮০
                            ৭৬৮
                       _________
                            ১১২০
                            ১০২৮
                       ___________
                                ৯৬
    তাহলে ভাগফল ৪৬৮ ভাগশেষ ৯৬ 
    একটি বই তৈরী করতে ১২৮ তা কাগজ লাগলে ৬০০০০ তা কাগজ দিয়ে ৪৬৮ টি বই তৈরী করা যাবে ।
    উত্তর: ৪৬৮টি ।

    1. Report
  3. Question:একটি কোম্পানির ব্যাবসায় ৯৫২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারিদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো । যদি প্রত্যেক কর্মচারি ৮০ টাকা করে পান, তাহলে কর্মচারিদের সংখ্যা কত ? 

    Answer
    সমাধান: আমরা যদি ৯৫২০০ টাকাকে ৮০০ টাকা দ্ধারা ভাগ করি, 
                     ১১৯
                 ________
            ৮০০) ৯৫২০০
                     ৮০০
                  _________
                     ১৫২০
                      ৮০০
                  _________
                      ৭২০০
                      ৭২০০
                 __________
                           ০
     তাহলে ভাগফল ১১৯ 
     কর্মচারির সংখ্যা ১১৯ জন । উত্তর: ১১৯ জন ।

    1. Report
  4. Question:একজন লোক প্রতিমাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন । কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে ? (উত্তর ক্রমবাচক সংখ্যায়) 

    Answer
    সমাধান: আমরা যদি ৫০০০০ টাকাকে ৮৫০ টাকা দ্ধারা ভাগ করি,
                     ৫৮ 
                  _________
            ৮৫০) ৫০০০০
                    ৪৩৫০ 
                  _________
                      ৭৫০০
                      ৬৮০০
                  __________
                       ৭০০
     তাহলে ভাগফল ৫৮ ভাগশেষ ৭০০
     ৫৮ তম মাসের পরেও ৭০০ টাকা বাকি থাকে । 
    সুতরাং ৫৮ + ১ = ৫৯ মাসের তার সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে । 
    উত্তর: ৫৯ তম মাসে ।

    1. Report
  5. Question:একটি বাক্সে ২৫০টি বস্তু প্যাকেট করা যায় । এরকম ৪৩৫৪৮টি বস্তুু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন ? 

    Answer
    সমাধান: আমরা যদি ৪৩৫৪৮টি প্যাকেটকে ২৫০টি প্যাকেট দ্ধারা ভাগ করি,
                      ১৭৪
                 __________
            ২৫০) ৪৩৫৪৮ 
                    ২৫০
                ___________
                     ১৮৫৪
                      ১৭৫০
                   __________
                        ১০৪৮
                        ১০০০
                     _________
                             ৪৮
       তাহলে ভাগফল ১৭৪ ভাগশেষ ৪৮ 
     মোট বাক্স প্রয়োজন ১৭৪ + ১ = ১৭৫টি 
    উত্তর: ১৭৫টি

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd