1. Question:৪টি কলমের মুল্য ৮০ টাকা । ১০টি কলমের মূল্য কত ? 

    Answer
    সমাধান: ৪টি কলমের মূল্য ৮০ টাকা 
       ‍১টি কলমের মুল্য (৮০ `-:`৪) টাকা = ২০ টাকা 
       ১০টি কলমের মুল্য (২০ `xx`১০) টাকা = ২০০ টাকা 
       উত্তর: ২০০ টাকা

    1. Report
  2. Question:একটি কারখানায় ৫ দিনে ২৪৫০টি মোটরসাইকেল তৈরী হয় । ৪ সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরী হবে ? 

    Answer
    সমাধান: ৫ দিনে মোটসাইকেল তৈরী হয় ২৪৫০টি 
              ১ দিনে মোটরসাইকেল তৈরী হয় (২৪৫০ `-:`৫টি = ৪৯০টি 
              ৪ সপ্তাহে বা ২৮ দিনে মোটরসাইকেল তৈরী হয় 
                                            (৪৯০ `xx`২৮)টি = ১৩৭২০টি 
       উত্তর: ১৩৭২০টি ।

    1. Report
  3. Question:মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে । আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে ? 

    Answer
    সামধান: ৪ মিনিটে হাঁটে ২০০ মিটার 
              ১ মিনিটে হাঁটে (২০০ `-:`৪) মিটার = ৫০ মিটার 
            আধা ঘন্টা বা ৩০ মিনিটে হাঁটবে (৫০ `xx` ৩০) মিটার 
                                              = ১৫০০ মিটার 
     উত্তর: ১৫ মিটার ।

    1. Report
  4. Question:১. হিসাব কর : (৪২ -১৫) `-:`৯ + ২ 

    Answer
    সমাধান:    
     = ২৭ `-:`৯ + ২
                     = ৩ + ২
                     = ৫
     উত্তর: ৫

    1. Report
  5. Question:৫০০ - (১২৫ `xx`৩ + ১৮ `xx`৬) 

    Answer
    = ৫০০ - (৩৭৫ + ১০৮) 
    = ৫০০ - ৪৮৩
    = ১৭ 
     উত্তর: ১৭

    1. Report
  6. Question:{(৮ `xx`৮ -৭ `xx`৯) `xx`৪০ - ৬} `-:`১৭ 

    Answer
    = {(৬৪ - ৬৩) `xx`৪০ -৬} `-:` ১৭
    = {১ `xx`৪০ -৬ } `-:`১৭
    = {৪০ - ৬} `-:`১৭
    = ৩৪ `xx`১৭
    = ২
     উত্তর: ২

    1. Report
  7. Question:১৫ - {(৫৬ + ৩৯) `-:`১৯ + ৮ 

    Answer
    = ১৫ - {৯৫ `-:`১৯ + ৮} 
    = ১৫ - {৫ + ৮}
    = ১৫ - ১৩ 
    = ২
     উত্তর: ২

    1. Report
  8. Question:[{৪ `xx`(২৮ `-:`৭ +১) - ৩} - {(৫ `xx`৭ - ২৯) `-:`৩}] `-:`৩ 

    Answer
    ={[৪ `xx`(৪ + ১) - ৩} - {(৩৫ - ২৯) `-:`৩}] `-:`৩
    = [{৪ `xx`৫ -৩} - {৬`-:`৩ }] `-:`৩
    = [{২০ - ৩ } - ২] `-:`৩
    = [১৭ - ২] `-:`৩
    = ১৫ `-:`৩
    = ৫
     উত্তর: ৫

    1. Report
  9. Question:১৫ - {(৫৬ + ৩৯) `-:`১৯ + ৮ 

    Answer
    = ১৫ - {৯৫ `-:`১৯ + ৮} 
    = ১৫ - {৫ + ৮}
    = ১৫ - ১৩ 
    = ২
     উত্তর: ২

    1. Report
  10. Question:১২টি প্লেট এবং ২০টি কাপের মুল্য একত্রে ৩৯২০ টাকা । একটি কাপের মুল্য ১৪৫ টাকা । একটি প্লেটের মুল্য কত 

    Answer
    সমাধান: ১টি কাপের মুল্য ১৪৫ টাকা 
    :. ২০টি কাপের মুল্য (১৪৫ `xx`২০) টাকা 
                          = ২৯০০ টাকা 
    ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা 
                    ২০টি কাপের মূল্য ২৯০০ টাকা 
         _____________________________
            ১২টি প্লেটের মূল্য = ১০২০ টাকা (বিয়োগ করে) 
           :. ১টি প্লেটের মূল্য (১০২০ `-:`১২) টাকা 
                               = ৮৫ টাকা 
     উত্তর: ৮৫ টাকা

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd