1. Question:সামাদ সাহেব প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা করেন ? 

    Answer
    তিনি প্রতিমাসে ব্যাংকে জমা করেন 
                        = ২৫০০০ - (৮৫০০ + ১১৫০০) টাকা 
                        = (২৫০০০ - ২০০০০) টাকা 
                        = ৫০০০ টাকা
     উত্তর: ৫০০০ টাকা ।

    1. Report
  2. Question:৩০ জন শ্রমিক একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে । এরুপে - ক. ৩০ জন শ্রমিক ১ দিনে কতটুকু কাজ করতে পারবে ? খ. ৩০ জন শ্রমিক ৫ দিনে কতটুকু কাজ করতে পারবে ? গ. ৩০ জন শ্রমিক ১০ দিনে কতটুুকু কাজ করতে পারবে ? ঘ. ১ দিনে কাজটি শেষ করতে মোট কতজন শ্রমিক লাগবে ? 

    Answer
    ক. ৩০ জন ১৫ দিনে করে ১ অংশ কাজ 
    [মোট কাজ = ১ অংশ]
    `:.` ৩০ জন ১  দিনে করে   `১ / "১৫"`
    
    খ. ৩০ জন শ্রমিক ৫ দিনে করে   `৫/"১৫"` 
                                 বা,   `১/৩`
                                        
    গ. ৩০ জন শ্রমিক ১০ দিনে করে    `"১০"/"১৫"`
                                    বা,   `২/৩`

    1. Report
  3. Question:রেদোয়ার সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন । এ ছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন , দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন । ক. তিনি মোট কত টাকার জিনিস কিনলেন ? খ. ১৫ কেজি চালের দাম কত ? গ. ৪ কেজি সয়াবিন তেলের দাম কত ? 

    Answer
    ক. রেদোয়ান সাহেব দোকানদারকে দিল ১৫০০ টাকা 
                       দোকানদার ফেরত দিল ৯৬ টাকা 
                 __________________________
                       মোট জিনিস কিনলেন ১৪০৪ টাকা 
    খ. ১৫ কেজি চালের দাম (৪০ `xx`১৫) টাকা = ৬০০ টাকা 
    গ. চালের ও চিনির মুল্য = (৬০০ + ৫০৪) টাকা = ১১০৪ টাকা 
         ২ কেজি সয়াবিন তেলের দাম = (১৪০৪ - ১১০৪) টাকা 
                                       = ৩০০ টাকা 
    :. ৪ ''     ''      ''       ''        ৩০০ `xx`৪
                                      _____________ টাকা 
                                              ২     
                                   =৬০০ টাকা 
           উত্তর: ৬০০ টাকা ।

    1. Report
  4. Question:একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন । এ তথ্য ব্যাবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও । ক. তিনি এক দিনে কত টাকা আয় করেন ? খ. তিনি এক মাসে কত টাকা আয় করেন ? গ. তিনি এক বছরে কত টাকা আয় করেন ? ঘ. তিনি কত দিনে ৩০০০ টাকা আয় করবেন ? 

    Answer
    ক. ১ সপ্তাহ = ৭ দিন 
        ৭ দিনে আয় করেন ১৪০০ টাকা 
        ১   ''    ''     ''  ১৪০০ 
                          ______ '' = ২ টাকা 
                              ৭
     খ. ১ মাসে আয় করেন ( ২০০ + ৩০) টাকা 
                             = ৬০০০ টাকা 
     গ. ১ বছরে আয় করেন (২০০ `xx`৩৬৫) টাকা 
                              = ৭৩০০০ টাকা 
     ঘ. ২০০ টাকা আয় করেন ১ দিনে 
           ১    ''       ''      ১
                               _____ ''
                                 ২০০
       :. ৩০০০  ''   করবেন ১ `xx`৩০০০ 
                              _____________ = ১৫ দিনে 
                                   ২০০ 
       উত্তর: ১৫ দিনে ।

    1. Report
  5. Question:২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ৪৫০৮০ টাকা । একটি খাসির মুল্য ৪৫৬০ টকা । ক. ২টি গরুর মূল্য কত ? খ. ১টি খাসি অপেক্ষা একটি গরুর মুল্য কত টাকা বেশি ? গ. ২টি খাসি ও ৩টি গরুর মূল্য একত্রে কত টাকা ? ঘ. ৬টি খাসির মুল্য ৩টি গরুর মুল্য অপেক্ষা কত টাকা কম অথবা বেশি ? 

    Answer
    ক. ১টি খাসির  মুল্য ৪৫৬০ টাকা 
     :. ৩ ''     ''      (৪৫৬০ `xx`৩) '' = ১৩৬৮০ টাকা 
         ২টি গরু ও ৩টি খাসির মুল্য একত্রে       ৪৫০৮০ টাকা 
                       `("৩ খাসির মুল্য একত্রে (-) ১৩৬৮০ টাকা ")/ ( :. "২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা")`
                  
    খ. ২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা 
      :. ১ ''       ''  ৩১৪০০ 
                     _________ টাকা = ১৫৭০০ টাকা 
                           ২ 
          ১টি খাসি অপেক্ষা ১টি গরুর মূল্য বেশি 
           = (১৫৭০০ - ৪৫৬০) টাকা = ১১১৪০ টাকা 
    গ. ২টি খাসির মুল্য (৪৫৬০ `xx`২) টাকা = ৯১২০ টাকা 
        ৩টি গরুর  মুল্য (১৫৭০০ `xx`৩) '' = ৪৭১০০ টাকা 
        ২টি খাসি ও ৩টি গরুর মুল্য একত্রে (৯১২০ + ৪৭১০০) টাকা 
                                             = ৫৬২২০ টাকা 
    ঘ. ৬টি খাসির মুল্য (৪৫৬০ `xx`২) টাকা = ২৭৩৬০ টাকা 
        ৬টি খাসির মুল্য ৩টি গরুর মুল্য অপেক্ষা কম (৪৭১০০ - ২৭৩৬০) টাকা 
                                                       = ১৯৭৪০ টাকা ।  
      উত্তর: ১৯৭৪০ টাকা ।

    1. Report
  6. Question:হাবিব দোকানে ৪০ টাকায় ১ কেজি চাল, ১২০ টাকায় ১ কেজি ডাল, ও ১১০ টাকায় ১ লিটার সয়াবিন তেল পাওয়া যায় । ক. ৪ কেজি চালের দাম কত ? খ. ৫ কেজি ডালের দাম কত ? গ. ৫৫০ টাকায় কত লিটার সয়াবিন তেল পাওয়া যায় ? ঘ. ৪ কেটি চালের দাম ৫ কেজি ডালের দাম অপেক্ষ কত কম বা বেশি ? 

    Answer
    ক. ১ কেজি চালের দাম ৪০ টাকা 
    `:.` ৪ কেজি চালের দাম (৪ `xx`৪০) টাকা = ১৬০ টাকা 
    
    খ. ১ কেজি চালের দাম ১২০ টাকা 
        ৫ কেজি ডালের দাম (১২০ `xx`৫) টাকা = ৬০০ টাকা 
    
    গ. ১১০ টাকায় পাওয়া যায় ১ লিটার সয়াবিন তেল 
     `:.` ১ টাকায় পাওয়া যায়  `১/ "১১০"`                    
     `:.` ৫৫০   টাকায় পাওয়া যায়  `"৫৫০"/"১১০"`                          
                                  = ৫ লিটার সয়াবিন তেল 
    
    ঘ. ৪ কেজি চালের দাম ১৬০ টাকা 
    ও ৫ কেজি ডালের দাম ৬০০ টাকা 
    `:.` ৪ কেজি চালের দাম ৫ কেজি ডালের দাম অপেক্ষা (৬০০ - ১৬০) টাকা কম 
                                                          = ৩৪০ টাকা কম ।

    1. Report
  7. Question:ভাজক ভাগশেষের ১০ গুন । ভাগফল ৩০ ও ভাগশেষ ৫ । ক. ভাজক কত ? খ. ভাজ্য কত ? গ. ভাজ্য ভাজক থেকে কত বেশি ? ঘ. ভাগফলের সমষ্টি কত ? 

    Answer
    ক. ভাজক ভাগশেষের ১০ গুন । 
    :. ভাজক = ১০ `xx`৫ = ৫০ 
    খ. ভাজ্য = ভাজক `xx`ভাগফল + ভাগশেষ 
               = ৫০ `xx`৩০ + ৫ 
               = ১৫০০ + ৫ = ১৫০৫ 
    গ. ভাজ্য ভাজক থেকে = (১৫০৫ - ৫০) বেশি 
                            = ১৪৫৫ বেশি 
    ঘ. ভাগফল ও ভাগশেষের সমষ্টি = (৩০ +৫) = ৩৫

    1. Report
  8. Question:ইমরান ১ডজন আপেল ও এক হালি কমলা ২০৪ টাকা দিয়ে কিনল । সে দোকানদারকে ৩০০ টাকা দিল । একটি কমলার মুল্য কত ? ক. এক হালি কমলার মুল্য কত ? খ. এক ডজন আপেলের মুল্য কত ? গ. একটি আপেলের মুল্য কত ? ঘ. দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে ? 

    Answer
    ক. এক হালি অর্থ্যাৎ ৪টি কমলার মুল্য 
         = (৪ `xx`১৫)টাকা = ৬০ টাকা 
    খ. এক ডজন আপেলের মুল্য = (২০৪ -৬০) টাকা 
                                  = ১৪৪ টাকা 
    গ. একটি আপেলের মুল্য = (১৪৪ `-:`১২)টাকা = ১২ টাকা 
    ঘ. দোকানদার তাকে ফেরত দিবে = (৩০০ - ২০৪) টাকা 
                                        = ৯৬ টাকা

    1. Report
  9. Question:২টি গরু ও ৩টি ছাগলের মুল্য একত্রে ৪৫, ০৮০ টাকা । একটি ছাগলের মুল্য ৪, ৫৬০ টাকা । ক. ৭টি ছাগলের মুল্য কত ? খ. ১টি গরুর মুল্য কত ? গ. একটি গরু এবং একটি ছাগলের মুল্য দিয়ে নতুন একটি গরু ক্রয় করা যায় । তাহলে নতুন গরুর দাম কত ? 

    Answer
    ক. ১টি ছাগলের মুল্য = ৪,৫৬০ টাকা 
      :. ৭টি ছাগলের মুল্য (৪,৫৬০ `xx`৭) = ৩১,৯২০ টাকা 
    খ. ১টি ছাগলের মুল্য = ৪,৫৬০ টাকা 
     :. ৩টি ছাগলের মুল্য = ((৪,৫৬০ `xx`৩) = ১৩,৬৮০ টাকা 
         ২টি গরু ও ৩টি ছাগলের মুল্য ৪৫,০৮০ টাকা 
    :.  ২টি গরুর মুল্য = (৪৫.০৮০ - ১৩৬৮০) = ৩১,৪০০ টাকা । 
    :.  ১টি গরুর মুল্য = (৩১,৪০০ `-:`২) = ১৫৭০০ টাকা 
    গ. একটি গরুর মুল্য ১৫,৭০০ টাকা [খ হতে] 
         :. ১টি গরু ও একটি ছাগলের মুল্য একত্রে ৪৫৬০ টাকা [দেওয়া আছে]
         :. ১টি গরু ও একটি ছাগলের মুল্য একত্রে 
                                          = (১৫,৭০০ + ৪,৫৬০) টাকা 
                                          = ২০, ২৬০ টাকা 
    :. ১টি গরু ও ১টি ছাগলের মুল্য ‍দিয়ে আমরা নতুন একটি গরু ক্রয় করতে পারব । 
    :. নতুন গরুর দাম ২০, ২৬০ টাকা ।

    1. Report
  10. Question:৯টি বই ও ২টি খাতার দাম একত্রে ৫৮০ টাকা । একটি খাতার দাম ২০ টাকা । ক. ২টি খাতার দাম কত ? থ. ১টি বইয়ের দাম কত ? গ. প্রতিটি বইয়ের দাম ২০ টাকা বৃদ্ধি পেলে ৯টি বইয়ের দাম কত হবে ? 

    Answer
    ক. ২টি খাতার দাম (২০ `xx`২) টাকা = ৪০ টাকা 
    খ. ৯টি বইয়ের দাম (৫৮০ - ৪০) টাকা = ৫৪০ টাকা 
    :. ১টি বইয়ের দাম (৫৪০ `-:`৯) টাকা = ৬০ টাকা 
    গ. ১টি বইয়ের দাম হবে (৬০ + ৩০) টাকা = ৯০ টাকা 
      :. ৯টি  ''    ''     ''  (৯০ `xx`৯) টাকা = ৮১০ টাকা

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd