Question:২৮, ৩৬, ৫৪, ৭২ এবং ১৪৪ কতগুলো সংখ্যা । ক. ১ম সংখ্যাটির মেীলিক গুণনীয়কগুলো লেখ । ২ খ. মেীলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যাগুলোর ল. সা. গু নির্ণয় কর । ৪ গ. দেখা্ও যে ইউক্লিডীয় পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান । ৪ 

Answer ক. `২৮ = ২ xx ২ xx ৭` :. ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ ।(উত্তর) খ. এখানে ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ । `২৮ = ২ xx ২ xx ৭` `৩৬ = ২ xx ২ xx ৩ xx ৩` ` ৫৪ = ২ xx ৩ xx ৩ xx ৩` ` ৭২ = ২ xx ২ xx ২ xx ৩ xx ৩` ` ১৪৪ = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩` এখানে, ২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪ সংখ্যাগুলোর মেীলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ চার বার ৩ আছে সর্বোচ্চ এক বার । কাজেই ২ চার বার ৩ তিন বার ৭ এক বার নিয়ে ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় । `২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭` বা, ৩০২৪; যা প্রদত্ত সংখ্যাগুলোর ল. সা. গু । গ. এখন, ইউক্লিডীয় পদ্ধতিতে পাই, ২|২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪ _________________ ২|১৪, ১৮, ২৭, ৩৬, ৭২ _________________ ২|৭, ৯, ২৭, ১৮, ৩৬ ________________ ৩|৭, ৯, ২৭, ৯, ১৮ _______________ ৩|৭, ৩, ৯, ৩, ৬ _______________ ৭, ১, ৩, ১, ২ :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭` = ৩০২৮; যা ‘খ’ এর ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান । 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 1437
২৮, ৩৬, ৫৪, ৭২ abong ১৪৪ kotogulo shongkha . ka. ১mo shongkhatir meীlik gunneyokgulo lekh . ২ kh. meীlik gunneyoker shahajje shongkhagulor l. sha. gu nirony kar . ৪ ga. dekhao je iucliডীy padhtite prapat l. sha. gu meীlik gunneyok padhtite prapat l. sha. gu ar shoman . ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd