Question:`(x + y)^3`এবং `x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`বীজগণিতীয় রাশি ।
ক. দ্বিতীয় রাশিটির ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত কত ? ২
খ. x = 2, y = 1 হলে দ্বিতীয় রাশিটির মান নির্ণয় কর । ৪
গ. `x = 2, y = 1` হয়, তবে দেখাও যে, উপরোক্ত রাশি দুইটির মান একই ।
Answer ক. প্রদত্ত দ্বিতীয় রাশিতে x এর ঘাতসমৃহ হলো :
3, 2, 1 ও 0
:. x এর সর্বোচ্চ ঘাত = 3
খ. দেওয়া আছে,
x = 2 এবং y = 1
:. দ্বিতীয় রাশি`= x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`
`= (2)^3 + 3 xx (2)^2 xx 1 + 3 xx 2 xx (1)^2 + (1)^3`[মান বসিয়ে]
`= 2 xx 2 xx 2 + 3 xx 2 xx 2 xx 1 + 3 xx 2 xx 1 xx 1 + 1 xx 1 xx 1`
`= 27`
গ. দেওয়া আছে, x = 2 এবং y = 1
:. প্রথম রাশি `= (x + y)^3`
`= (2 + 1)^3` মান বসিয়ে
`= (3)^3 = 3 xx 3 xx 3 = 27`
এবং দ্বিতীয় রাশি `= x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`
`= 27`
[’খ’ হতে `(x^3 + 3x^2 y + 3xy^2 + y^3)` এর মান বসিয়ে ]
:. রাশি দুটির মান সমান ।