Question:`৪ ১/৬` একটি মিশ্র ভগ্নাংশ এবং` (৪৫)/৮ `একটি অপ্রকৃত ভগ্নাংশ । ক.` (৪৫)/৮` কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর । খ. ভগ্নাংশগুলোর গ.সা.গু বের কর । গ. দেখাও যে, ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু ও ল.সা.গু - এর গুণফলের সমান । 

Answer ক. ` (৪৫)/৮` = ৮)৪৫(৫ ৪০ ----- ৫ `:. (৪৫)/৮` এর মিশ্র ভগ্নাংশ` ৫ ৫/৮` (উত্তর) খ. ভগ্নাংশগুলো হলো` ৪ ১/৬` এবং` (৪৫)/৮` অর্থাৎ` (২৫)/৬` এবং` (৪৫)/৮` ভগ্নাংশগুলোর লব ২৫, ৪৫ এবং হর ৬, ৮ এখন, ২৫)৪৫(১ ২৫ ---- ২০)২৫(১ ২০ ----- ৫)২০(৪ ২০ ----- ০ :. লবগুলোর গ.সা.গু = ৫ আবার ২| ৬, ৮ _____ ৩, ৪ হরগুলোর ল.সা.গু` = ২ xx ৩ xx ৪ = ২৪` :. ভগ্নাংশগুলোর গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু) `= ৫/(২৪)` (উত্তর) গ. ভগ্নাংশ দুইটি হলো` (২৫)/৬` এবং` (৪৫)/৮` এখন, ৬)৮(১ ৬ ------ ২)৬(৩ ৬ ------ ০ :. হরগুলোর গ.সা.গু = ২ আবার, ৫| ২৫, ৪৫ ______ ৫, ৯ :. লবগুলোর ল.সা.গু` = ৫ xx ৫ xx ৯ = ২২৫` :. ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) ` = (২২৫)/২` এখন, ভগ্নাংশগুলোর গুণফল `= (২৫)/৬ xx (৪৫)/৮ = (১১২৫)/(৪৮)` ’খ’ হতে পাই, ভগ্নাংশগুলোর গ.সা.গু `= ৫/(২৪)` ভগ্নাংশগুলোর গ.সা.গু ও ভগ্নাংশগুলোর ল.সা.গু এর গুণফল `= ৫/(২৪) xx (২২৫)/২ = (১১২৫)/(৪৮)` :. ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফলের সমান । 

+ Report
Total Preview: 1063
`৪ ১/৬` akti misro bhgnangsho abong` (৪৫)/৮ `akti oprokrit bhgnangsho . ka.` (৪৫)/৮` ke misro bhgnangshe prokasho kar . kh. bhgnangshogulor ga.sha.gu ber kar . ga. dekhao je, bhgnangshogulor gunphol tader ga.sha.gu o l.sha.gu - ar gunpholer shoman .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd