Question:নিচের সমতুল অনুপাত গুলোকে চিহিৃত কর । ১২ : ১৮ : ৬ : ১৮ : ১৫ : ১০ : ৩ : ২ : ৬ : ৯ ; ২ : ৩ : ১ : ৩; ২ : ৬ ; ১২ : ৮ ধাপ-১ : প্রদত্ত অনুপাতগুলো হতে সরল অনুপাতগুলো খুজে বের করে পাশাপাশি লিখতে হবে । ধাপ-২ : সরল অনুপাতগুলোর গুণিতক অনুপাতগুলো ঐ অনুপাতের নিচে লিখতে হবে । 

Answer সমতুল অনুপাতগুলো নিচে নিচে লিখা হলো : `১২ : ১৮ = (১২)/(১৮) = ২/৩` [লব ও হরকে ৬ দ্বারা ভাগ করে] = ২ : ৩ `৬ : ১৮ = ৬/(১৮) = ১/৩` [লব ও হরকে ৬ দ্বারা ভাগ করে] = ১ : ৩ `১৫ : ১০ = (১৫)/(১০) = ৩/২` [লব ও হরকে ৫ দ্বারা ভাগ করে] = ৩ : ২ `৬ : ৯ = ৬/৯ = ২/৩` [লব ও হরকে ৩ দ্বারা ভাগ করে] = ২ : ৩ `২ : ৬ = ২/৬ = ১/৩` [লব ও হরকে ৪ দ্বারা ভাগ করে ] = ১ : ৩ `১২ : ৮ = (১২)/৮ = ৩/২` [লব ও হরকে ৪ দ্বারা ভাগ করে] = ৩ : ২ উত্তর : ১২ : ১৮ ; ৬ : ৯ : ২ : ৩ সমতুল অনুপাত ৬ : ১৮ ; ২ : ৬; ১ : ৩ সমতুল অনুপাত ১৫ : ১০ ; ৩ : ২ : ১২ : ৮ সমতুল অনুপাত 

+ Report
Total Preview: 2164
nicher shomotul onupat guloke chihiৃt kar . ১২ : ১৮ : ৬ : ১৮ : ১৫ : ১০ : ৩ : ২ : ৬ : ৯ ; ২ : ৩ : ১ : ৩; ২ : ৬ ; ১২ : ৮ dhapa-১ : prodott onupatgulo hote shorol onupatgulo khuje ber kare pashapashi likhte hobe . dhapa-২ : shorol onupatgulor gunitk onupatgulo ঐ onupater niche likhte hobe .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd