Answer ক. সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে
অপর দুইুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে (x + 1), (x + 2) (Ans)
খ. প্রশ্নমতে, x + x + 1 + x + 2 = 24
বা, (x + x + x) + 1 + 2 = 24
বা, 3x + 3 = 24
বা, 3x + 3 - 3 = 24 - 3; [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, 3x = 21
বা, ` (3x)/3 = (21)/3 ;` [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
:. x = 7
:. ছোট সংখ্যাটি 7
এবং অপর দুইটি ক্রমিক সংখ্যা (7 + 1) বা 8 এবং (7 + 2) বা 9
:. সংখ্যা তিনটি 7, 8, 9 (Ans)
গ. y সংখ্যাটির দ্বিগুণ হলো 2y
’খ’ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির
যোগফল = (7 + 9) = 16
প্রশ্নমতে, 2y = 16 + 4
বা, 2y = 20
বা, `(2y)/2 = (20)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
:. y = 10
:. y এর মান 10 (Ans)