Question:তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 । ক. সবচেয়ে ছোট সংখ্যাটি হলে অপর সংখ্যাটি x এর মাধ্যামে লেখ । খ. দেওয়া তথ্যের সাহায্য সংখ্যা তিনটি বের কর । গ. একটি সংখ্যা যার অপেক্ষা 4 বেশি । y এর মান নির্ণয় কর । 

Answer ক. সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর দুইুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে (x + 1), (x + 2) (Ans) খ. প্রশ্নমতে, x + x + 1 + x + 2 = 24 বা, (x + x + x) + 1 + 2 = 24 বা, 3x + 3 = 24 বা, 3x + 3 - 3 = 24 - 3; [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে] বা, 3x = 21 বা, ` (3x)/3 = (21)/3 ;` [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে] :. x = 7 :. ছোট সংখ্যাটি 7 এবং অপর দুইটি ক্রমিক সংখ্যা (7 + 1) বা 8 এবং (7 + 2) বা 9 :. সংখ্যা তিনটি 7, 8, 9 (Ans) গ. y সংখ্যাটির দ্বিগুণ হলো 2y ’খ’ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল = (7 + 9) = 16 প্রশ্নমতে, 2y = 16 + 4 বা, 2y = 20 বা, `(2y)/2 = (20)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে] :. y = 10 :. y এর মান 10 (Ans) 

+ Report
Total Preview: 5330
tinti crmik shobavabik shongkhar jogphol 24 . ka. shobocheye chot shongkhati hole opar shongkhati x ar madhjoame lekh . kh. deoya tothoেr shahajojshongkha tinti ber kar . ga. akti shongkha jar opekha 4 beshi . y ar man nirony kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd