Question:রাজু দোকান থেকে 5 টি খাতা কিনে দোকানদারকে 100 টাকার একখানা নোট দিল । দোকানদার তাকে 25 টাকা ফেরত দিলেন । বাকি টাকায় রাজু অন্য একটি দোকান থেকে প্রতিটি 5 টাকা দামের y টি কলম কিনল । ক. প্রতিটি খাতার দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন কর । 2 খ. প্রতিটি খাতার দাম নির্ণয় কর । 4 গ. y টি কলমের দাম 1 টি খাতার দামের সমান হলে, রাজু কতটি কলম কিনেছিল ? 4 

Answer ক. প্রতিটি খাতার দাম x টাকা হলে 5 টি খাতার দাম 5x টাকা । 5 টি খাতার মোট দাম (100 - 25) টাকা বা 75 টাকা অর্থাৎ 5x = 75 (Ans) খ. ক থেকে পাই, 5x = 75 বা, `(5x)/5 = (75)/5 `[উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে] :. x = 15 :. প্রতিটি খাতার দাম 15 টাকা (Ans) গ. দেওয়া আছে, প্রতিটি কলমের দাম 5 টাকা :. y টি ,, ,, `(5 xx y)`টাকা = 5y টাকা প্রশ্নমতে, 5y = 15 বা,`(5y)/5 = (15)/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে] :. y = 3 :. রাজু 3টি কলম কিনেছিল (Ans) 

+ Report
Total Preview: 920
raju dokan theke 5 ti khata kine dokandaroke 100 takar akkhana not dil . dokandar take 25 taka pherot dilen . baki takay raju onno akti dokan theke protiti 5 taka damer y ti kalmo kinl . ka. protiti khatar damo x taka dhre akti shomikron gathn kar . 2 kh. protiti khatar damo nirony kar . 4 ga. y ti kalmer damo 1 ti khatar damer shoman hole, raju kototi kalmo kinechil ? 4
Copyright © 2024. Powered by Intellect Software Ltd