Question:ফোরকান সাহেব তার দুই বোনকে 200 টাকা করে দিলেন । তিনি বড় বোনকে
ছোট বোনের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি দিলেন ।
ক. তথ্যটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । 2
খ. তার বোনদ্বয়ের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় কর । 4
গ. বড় বোন m টাকা খরচ করায়, বড় বোন ও ছোট বোনের টাকা
অনুপাত 1 : 2 হয় । বড় বোন কত খরচ করল ? 4
Answer ক. মনে করি ছোট বোনের টাকার পরিমাণ x টাকা
বড় বোনের টাকার পরিমাণ (2x + 20)টাকা
ফোরকান সাহেব তার দুই বোনকে মোট 200 টাকা দিলেন ।
:. সমীকরণটি, x + (2x + 20) = 200 (Ans)
খ. প্রশ্নমতে, x + (2x + 20) = 200
বা, x + 2x + 20 = 200
বা, 3x 20 - 20 = 200 - 20 [উভয়পক্ষ 20 থেকে বিয়োগ করে]
বা, 3x = 180
বা, `(3x)/3 = (180)/3` [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x = 60
:. ছোট বোন পেল 60 টাকা
:. বড় বোন পেল (2x + 20) টাকা `= (2 xx 60 + 20)` টাকা = 140 টাকা
:. ছোট বোন 60 টাকা ও বড় বোন 140 টাকা পেল । (Ans)
গ. বড় বোন m টাকা খরচ করায়,
টাকার পরিমাণ হয় = (140 - m) টাকা
দেওয়া আছে,
বড় বোন ও ছোটবোনের টাকার অনুপাত = 1 : 2
`:. (140 - m)/(60) = 1/2`
বা, `(140 - m)/(60) xx 60 = 1/2 xx 60` [উভয়পক্ষকে 60 গুণ করে]
বা, 140 - m = 30
বা, 140 - m - 140 = 30 - 140 [উভয়পক্ষকে 140 বিয়োগ করে]
বা, - m = - 110
বা, `(-m) xx (-1) = (- 110) xx (-1)` [উভয়পক্ষে (-1) দ্বারা গুণ করে ]
বা, m = 110
অতএব বড় বোন 110 টাকা খরচ করল ।