Question:চিড়িয়াখানা থেকে শিশুপার্ক গামী একটা বাসে পুরূষ যাত্রীর সংখ্যা মহিলা যাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা জন বেশি ।
বাসে মোট যাত্রী সংখ্যা 41 জন ।
ক. মহিলা যাত্রীর সংখ্যা x হলে সমীকরণটি গঠন কর । 2
খ. বাসে মহিলা ও পুরূষ যাত্রীর সংখ্যা নির্ণয় কর । 4
গ. মাঝপথে y জন মহিলা 9 জন পুরুষ যাত্রী নামার ফলে তাদের অনুপাত
হলো 1 : 2 কতজন মহিলা যাত্রী নামল ? 4
Answer ক. দেওয়া আছে, মহিলা যাত্রীর সংখ্যা x জন
:. পুরুষ যাত্রীর সংখ্যা = (2x + 5) জন
:. সমীকরণটি, x + (2x + 5) = 41 (Ans)
খ. প্রাপ্ত সমীকরণ, x + (2x + 5) = 41
বা, x + 2x + 5 = 41
বা, 3x + 5 = 41
বা, 3x + 5 - 5 = 41 - 5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 3x = 36
বা,`(3x)/3 = (36)/3` [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x = 12
:. মহিলা যাত্রীর সংখ্যা x = 12 জন
:. পুরুষ যাত্রীর সংখ্যা = (2x + 5) জন
`= (2 xx 12 + 5) ,,`
= (24 + 5) ,,
= 29 জন (Ans)
গ. মাঝপথে y জন মহিলা যাত্রী নামায় মহিলা যাত্রী সংখ্যা
= (12 - y) জন
,, 9 ,, পুরুষ ,, পুরুষ = (29 - 9) জন
= 20 জন
প্রশ্নমতে, (12 - y) : 20 = 1 : 2
বা, `(12 - y)/(20) = 1/2`
বা, `(12 - y)/(20) xx 20 = 1/2 xx 20` [উভয়পক্ষকে 20 দ্বারা গুণ করে]
বা, 12 - y = 10
বা, 12 - y - 12 = 10 - 12 [উভয়পক্ষ থেকে 12 বিয়োগ করে]
বা, - y = -2
বা, `(-y) xx (-1) = (-2) xx (-1)` [উভয়পক্ষকে (-1) দ্বারা গুণ করে]
বা, y = 2
অতএব, 2 জন মহিলা যাত্রী মাঝপথে নামল । (Ans)