Question:একজন বই বিক্রেতা গণিত বই বিক্রয়ের ক্ষেত্রে ২০ টাকায় ৪ টাকা কমিশন দিলে ৫ টাকা লাভ হয় । ক. দোকারদার শতকরা কত টাকা কমিশন দেন ? ২ খ. প্রতি কপি গণিত বইয়ের প্রকৃত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য কত ? ৪ গ. এক হাজার কপি গণিত বই বিক্রয় করলে দোকানদারের কত লাভ হবে ? ৪ 

Answer ক. কমিশন ও বিক্রয়মূল্যের অনুপাত = `৪/(২০) = ১/৫` :. শতকরা কমিশন দেয় =` (১/৫ xx ১০০) % = ২০% ` উত্তর : ২০% খ. ’ক’ হতে পাই, ১০০ টাকায় কমিশন দেয় ২০ টাকা :. ১ ,, ,, ` (২০)/(১০০) ` ,, :. ১২০ ,, ,, `(২০ xx ১২০)/(১০০)` = ২৪ টাকা :. বইয়ের বিক্রয়মূল্য = (১২০ - ২৪) টাকা = ৯৬ টাকা (উত্তর) গ. ২০ টাকায় লাভ হয় ৫ টাকা :. ১ ,, ,, ,, `৫/(২০)` ,, :. ১২০ ,, ,, `(৫ xx ১২০)/(২০)` ,, = ৩০ টাকা অর্থাৎ ১ টি বইয়ে লাভ হয় ৩০ টাকা :. ১০০০ ,, ,, ,, ` (৩০ xx ১০০০)` ,, = ৩০০০০ টাকা উত্তর : ৩০০০০ টাকা । 

+ Report
Total Preview: 3117
akjon boi bikreta ganit boi bicryer kkhetre ২০ takay ৪ taka kamishon dile ৫ taka labh hoy . ka. dokarodar shotkra koto taka kamishon den ? ২ kh. proti kapi ganit boiyer prokrit mulj১২০ taka hole bicryomuljkoto ? ৪ ga. ak hajar kapi ganit boi bicry karole dokandarer koto labh hobe ? ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd