Answer সমাধানঃ
৫% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা।
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০ টাকা।
`:.` বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূ্ল্য `text(১০০)/text(৯৫)` টাকা।
`:.` বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূ্ল্য `(text(১০০) xx text(২৩৭৫))/text(৯৫)` টাকা।
= ২৫০০ টাকা।
আবার, ৬% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা বা ১০৬ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা।
`:.` ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `text(১০৬)/text(১০০)` টাকা।
`:.` ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য `(text(১০৬) xx text(২৫০০))/text(১০০)` টাকা।
=২৬৫০ টাকা।
`:.` ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো।উত্তরঃ ২৬৫০ টাকা।