1. Question:একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত? 

    Answer
    সমাধানঃ
    খুচরা বিক্রেতার লাভ হয় ২০%।
    খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা।
    
    খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
    
    `:.` খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১  টাকা হলে ক্রয়মূল্য = `text(১০০)/text(১২০)` টাকা
    
    `:.` খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ৫৭৫ টাকা হলে ক্রয়মূল্য = `(text(১০০) xx text(৫৭৮))/text(১২০)` টাকা
    
                                                                = ৪৮০ টাকা
    
    
      :. পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য
     :. পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ৪৮০
    
    আবার, পাইকারী বিক্রেতার লাভ হয় ২০%।
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা।
    
    পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
    `:.` পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = `(১০০)/(১২০)` টাকা
    
    `:.` পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = `(text(১০০) xx text(৪৮০))/text(১২০)` টাকা
    
                                                                  = ৪০০ টাকা
    
    `:.` পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা।উত্তরঃ ৪০০ টাকা।

    1. Report
  2. Question:একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? 

    Answer
    সমাধানঃ
    ৫% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা।
    
    বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০ টাকা।
    
    `:.` বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূ্ল্য `text(১০০)/text(৯৫)` টাকা।
    
    `:.` বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূ্ল্য `(text(১০০) xx text(২৩৭৫))/text(৯৫)` টাকা।
    
    = ২৫০০ টাকা।
    
    আবার, ৬% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা বা ১০৬ টাকা।
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা।
    
    `:.` ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `text(১০৬)/text(১০০)` টাকা।
    
    `:.` ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য `(text(১০৬) xx text(২৫০০))/text(১০০)` টাকা।
    
    =২৬৫০ টাকা।
    
    `:.` ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো।উত্তরঃ ২৬৫০ টাকা।

    1. Report
  3. Question:৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

    Answer
    সমাধানঃ
    ১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
    `:.` ১টি কলার ক্রয়মূল্য `text(৩০)/text(১০)` বা ৩ টাকা।
    
    আবার, ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
    `:.` ১টি কলার ক্রয়মূল্য `text(৩০)/text(১৫)` টাকা বা ২ টাকা।
    
    `:.` (১+১) বা ২টি কলার ক্রয়মূল্য (৩+২) টাকা বা ৫ টাকা।
    
    `:.` ১টি কলার ক্রয়মূল্য `৫/২` টাকা বা ২.৫ টাকা।
    
    ১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা।
    `:.` ১টি কলার বিক্রয়মূল্য `text(৩০)/text(১২)` টাকা বা ২.৫ টাকা।
    দেখা যাচ্ছে, ১টি কলার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান। অতএব, লাভ বা ক্ষতি কিছুই হবেনা।উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবেনা।

    1. Report
  4. Question:৬৫০০ টাকা যে হার মুনাফায় বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, ঐ একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০২০০ টাকা হবে? 

    Answer
    সমাধান:
    
    প্রথম ক্ষেত্রে আসল = ৬৫০০ টাকা
    
     মুনাফা-আসল, A = ৮৮৪০ টাকা
    
      :. মুনাফা I = A - P
    
               = (৮৮৪০ - ৬৫০০) টাকা
    
               = ২৩৪০ টাকা
    
        সময় n = ৪ বছর
    
        মুনাফার হার, r = ?
    
        আমরা জানি, I = pm
    
         বা, r = `I/(pn)`
    
        অর্থাৎ, মুনাফার হার = মুনাফা/আসল` xx`  সময়
    
        মুনাফার হার 
    
      = `(২৩৪০)/(৬৫০০ xx ৪)`
    
      = ০.০৯
    
      = `০.০৯ xx ১০০ xx ১/(১০০)`
    
      =` ৯ xx ১/(১০০)` 
    
      = ৯%
    
      দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফার হার 
    
      r = ৯%
    
      সময় n = ৪ বছর
    
      মুনাফা-আসল A = ১০২০০ টাকা
    
      মনে করি, আসল = p টাকা
    
      :. মুনাফা, I = A - P
    
      তাহলে, I = prn
    
      অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
      :. A - P = `P xx r xx n`
    
      বা, ১০২০০ - P = `P xx ৯% xx ৪`
    
      বা, ১০২০০ = `P xx ৯/(১০০) xx ৪ + P` 
    
      বা, ১০২০০ =` P xx  ৯/(২৫) + P`
    
      বা, ১০২০০ = `P xx ৯/(২৫)  + ১`
    
      বা, ১০২০০ =` P xx (৯ + ২৫)/(২৫)`
    
      বা, ১০২০০ = `(৩৪ xx P)/(২৫)`
    
      বা, `৩৪ xx P = ১০২০০ xx ২৫`
    
      বা, P = `(১০২০০ xx ২৫)/(৩৪)`
    
       :. P = ৭৫০০
    
       :. নির্ণেয় আসল ৭৫০০ টাকা।
    
        উত্তর: ৭৫০০ টাকা।
    
         
    
        বিকল্প পদ্ধতি:
    
       এখানে আসল = ৬৫০০ টাকা
    
       মুনাফা-আসল = ৮৮৪০ টাকা
    
      :. মুনাফা = (৮৮৪০ - ৬৫০০) টাকা = ২৩৪০ টাকা
    
       ৬৫০০ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০ টাকা
    
      :.   ১ টাকার ৪ বছরের মুনাফা `(২৩৪০)/(৬৫০০)`  টাকা
    
      :.  ১০০ টাকার ৪ বছরের মুনাফা `(২৩৪০ xx ১০০)/(৬৫০০)`  টাকা
    
                                              ৩৬ টাকা
    
       :. ১০০ টাকা ৪ বছরের মুনাফা আসলে হয়
    
        (১০০ + ৩৬) টাকা = ১৩৬ টাকা
    
        মুনাফা-আসল ১৩৬ টাকা হলে আসল ১০০ টাকা
    
       :. মুনাফা-আসল ১ টাকা হলে আসল `(১০০)/(১৩৬)` টাকা
    
       :. মুনাফা-আসল  ১০২০০  টাকা হলে আসল `(১০০ xx ১০২০০)/(১৩৬)` টাকা
    
                                            = ৭৫০০ টাকা
    
        উত্তর: ৭৫০০ টাকা

    1. Report
  5. Question:রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 

    Answer
    সমাধান:
    মনে করি রিয়াজ সাহেব ব্যাংকে জমা রেখেছিলেন P টাকা।
    
    দেওয়া আছে, ব্যাংকের
    
     মুনাফার হার r = ৮.৫০%
    
     সময় n = ৪ বছর 
    
     মুনাফা I = ৪৭৬০ টাকা
    
     আমরা জানি, I = Prn
    
     বা, P =` I/(rn)`
    
     অর্থাৎ আসল মুনাফা/মুনাফার হার `xx` সময়
    
     :. আসল =` (৪৭৬০)/(৮.৫০% xx ৪)` টাকা
    
       = `((৪৭৬০)/(৮.৫০))/(১০০) xx ৪` টাকা
    
       = `((৪৭৬০)/(৮.৫০))/(২৫)` টাকা
    
       = `৪৭৬০ xx (২৫)/(৮.৫০)` টাকা
    
       = ১৪০০০ টাকা
    
      :. ব্যাংকে জমা রেখেছিলেন ১৪০০০ টাকা
    
       উত্তর: ১৪০০০ টাকা

    1. Report
  6. Question:শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে ‍দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা-মূলধন ২০৫০ টাকা হবে? 

    Answer
    সমাধান:
    
    প্রথম ক্ষেত্রে সময় n = ৬ বছর
    
        মনে করি, মূলধন P টাকা এবং মুনাফার হার r%
    
       ৬ বছরের মুনাফা A = 2P টাকা
    
       ৬ বছরের মুনাফা I = (২P - P) টাকা
    
                               = P  টাকা
    
       আমরা জানি, I = Prn
    
              বা, r = `I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/মূলধন `xx` সময়
    
      :. মুনাফার হার 
    
      `= P/(P xx ৬)`
    
        = `১/৬`
    
        = `১/৬ xx ১০০ xx ১/(১০০)`
    
        = `(৫০)/৩ xx ১/(১০০)`
    
        = `(৫০)/৩%`
    
        আবার, দ্বিতীয় ক্ষেত্রে
    
        মনে করি, মূলধন = P টাকা
    
        দেওয়া আছে,
    
        সময় n = ৪ বছর
    
        মুনাফা-মূলধন A = ২০৫০ টাকা
    
        মুনাফা I = A - P
    
         = (২০৫০ - P) টাকা
    
        মুনাফার হার r = `(৫০)/৩ %`
    
        আমরা জানি, I = Prn
    
        বা, ২০৫০ - P =` P xx (৫০)/৩  % xx ৪`
    
        বা, ২০৫০ - P = `P xx (৫০)/৩ xx ১/(১০০) xx ৪`
    
        বা, ২০৫০ - P =` ২P/৩`
    
        বা, ২P = ৬১৫০ - ৩ P
    
        বা, ২P + ৩P = ৬১৫০
    
        বা, ৫P = ৬১৫০
    
        বা, P =` (৬১৫০)/৫`
    
         :.P  = ১২৩০
    
         :. নির্ণেয় আসল ১২৩০ টাকা
    
          উত্তর: ১২৩০ টাকা
    
         বিকল্প পদ্ধতি:
    
         মনে করি মৃলধন টাকা
    
         তাহলে মুনাফা-মূলধনে দ্বিগুণ 
    
         = `(১০০ xx ২)` টাকা
    
         = ২০০ টাকা
    
        :. মুনাফা হবে (২০০ - ১০০) টাকা 
    
         = ১০০ টাকা
    
         ১০০ টাকার ৬ বছরের মুনাফা ১০০ টাকা 
    
        :. ১০০  টাকার ১ বছরের মুনাফা`( ১০০)/৬` টাকা 
    
        :. ১০০ টাকার ৪ বছরের মুনাফা `(১০০ xx ৪)/৬` টাকা 
    
                    = `(২০০)/৩` টাকা
    
         :. মুনাফা-মূলধন = `(১০০ + (২০০)/৩)` টাকা
    
                              = `((৩০০ + ২০০)/৩)` টাকা
    
                              = `(৫০০)/৩` টাকা
    
         সুতরাং
    
         মুনাফা-মূলধন `(৫০০)/৩` টাকা হলে মূলধন ১০০ টাকা
    
       :. মুনাফা-মূলধন ১ টাকা হলে মূলধন `(১০০ xx ৩)/(৫০০)`  টাকা
    
       :.  মুনাফা-মূলধন ২০৫০  টাকা হলে মূলধন `(১০০ xx ৩ xx ২০৫০)/(৫০০)` টাকা
    
                                    = ১২৩০ টাকা
    
       :. নির্ণেয় মূলধন ১২৩০ টাকা
    
        উত্তর: ১২৩০ টাকা

    1. Report
  7. Question:প্রশ্ন:৪: বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? 

    Answer
    সমাধান:
    
    দেওয়া আছে,
    
       মুনাফার হার  r = ১০.৫০%
    
       আসল  p  = ২০০০ টাকা
    
        সময়  n = ৫ বছর
    
       মুনাফা I = ?
    
       আমরা জানি I = prn
    
      অর্থাৎ মুনাফা = আসল` xx`  মুনাফার হার `xx` সময়
    
              ` = ২০০০ xx (১০.৫০)/(১০০) xx ৫` টাকা
    
               = ১০৫০ টাকা
    
        :.  মুনাফার পরিমাণ ১০৫০ টাকা
    
        উত্তর: ১০৫০ টাকা।

    1. Report
  8. Question:বার্ষিক মুনাফার শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে? 

    Answer
    সমাধান:
     দেওয়া আছে,
    
      আসল p = ৩০০০ টাকা
    
      সময় n = ৩ বছর
    
      পূর্বের মুনাফার হার r = ১০%
    
      পরবর্তী মুনাফার হার `r_1` = ৮%
    
       আমরা জানি, I = prn
    
      :. পূর্বের হারে মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
                           `= ৩০০০ xx (১০)/(১০০) xx ৩` টাকা
    
                             = ৯০০ টাকা
    
       পরবর্তী হারে মুনাফা = আসল` xx`  মুনাফার `xx` হার `xx` সময়
    
                          `= ৩০০০ xx ৮/(১০০) xx ৩` টাকা
    
                           = ৭২০ টাকা
    
       :. মুণাফার কম হবে (৯০০ - ৭২০) টাকা
    
                              = ১৮০ টাকা
    
         উত্তর : ১৮০ টাকা।

    1. Report
  9. Question:বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হবে? 

    Answer
    সমাধান:
    দেওয়া আছে,
    
        আসল p = ১৩০০০ টাকা
    
         সময় n = ৫ বছর
    
        মুনাফা-আসল A = ১৮৮৫০ টাকা
    
        মুনাফা I = A - P
    
         = (১৮৮৫০ - ১৩০০০) টাকা
    
         = ৫৮৫০ টাকা
    
        মুনাফার হার r = ?
    
       আমরা জানি, I = prn
    
       বা, r` = I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময়
    
       :. মুনাফার হার `= (৫৮৫০)/(১৩০০০ xx ৫)`
    
                           = ০.০৯
    
                         ` = ০.০৯ xx ১০০ xx ১/(১০০)`
    
                          `= ৯ xx ১/(১০০)`
    
                           = ৯%   [:. `% = ১/(১০০)`]
    
        :. মুনাফার হার  ৯%
    
       উত্তর: ৯%

    1. Report
  10. Question:৭. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে? 

    Answer
    মনে করি আসল p টাকা
    
       :. ৮ বছরের মুনাফা-আসল A =  ২p টাকা
    
        :. ৮ বছরের মুনাফা I = (2p - p) টাকা = p টাকা
    
         সময় n = ৮ বছর।
    
        মুনাফার হার r = ?
    
        আমরা জানি, I = prn
    
          বা r, `= I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময়
    
       :. মুনাফার হার `= p/(p xx 8)`
    
                           `= ১/৮`
    
                           `= ১/৮ xx ১০০ xx ১/(১০০)`
    
                          `= (২৫)/২ xx ১/(১০০) = ১২ ১/২% ` 
    
      :. মুনাফার হার `১২ ১/২% `
    
         উত্তর: `১২ ১/২%`

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd