Question:একটি পুকুরের দৈঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ সে: মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। 

Answer দেওয়া আছে, পুকুরের দৈঘ্য = ৬০ মিটার এবং পুকুরের প্রস্থ = ৪০ মিটার :. পুকুরের ক্ষেত্রফল = ৬০ মি.`xx` ৪০ মি. = ২৪০০ বর্গ ‍মি. পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার :. পাড় সহ পুকুরের দৈঘ্য =` (৬০ + ৩ xx ২)` মিটার = (৬০ + ৬) মিটার = ৬৬ মিটার এবং পাড় সহ পুকুরের প্রস্থ =` (৪০ + ৩ xx ২)` মি. = (৪০ + ৬) মিটার = ৪৬ মিটার :. পাড় সহ পুকুরের ক্ষেত্রফল =` (৬৬ xx ৪৬)` বর্গ মি. = ৩০৩৬ বর্গ মি. :. পুকুরের পাড়ের ক্ষেত্রফল = (৩০৩৬ - ২৪০০) বর্গ মি. = ৬৩৬ বর্গ মিটার উত্তর: ৬৩৬ বর্গ মি.। 

+ Report
Total Preview: 13402
akti pukurer doighj৬০ mitar abong proshotho ৪০ she: mitaro. pukurer paড়েr bithar ৩ mitar hole, paড়েr kkhetrophol nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd