Question:নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর:
ক. {3, 4, 5, 6, 7, 8}
খ. {4, 8, 12, 16, 20, 24}
গ. {7, 11, 13, 17}
Answer ক. {3, 4, 5, 6, 7, 8}
3 থেকে 8 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট।
নির্ণেয় সেট
= {x : x স্বাভাবিক সংখ্যা এবং 3` <- x <- 8`}
অথবা
যে সকল স্বাভাবিক সংখ্যা 2 অপেক্ষা বড় কিন্তু 9 অপেক্ষা ছোট তাদের সেট।
:. নির্ণেয় সেট
= {x : x স্বাভািবিক সংখ্যা এবং `2 < x < 9}`
খ. প্রদত্ত সেট = {4, 8, 12, 16, 20, 24}
28 অপেক্ষা 4 এর গুণিতকসমৃহের সেট।
:. নির্ণেয় সেট
= {x : x, 4 এর গুণিতক এবং x < 28 }
গ. প্রদত্ত সেট = {7, 11, 13, 17}
7 থেকে 17 পর্যন্ত মেীলিক সংখ্যার সেট।
:. নির্ণেয় সেট
= {x : x মেীলিক সংখ্যা এবং `7 <- x <- 17`}
অথবা যে সকল স্বাভাবিক সংখ্যা 5 অপেক্ষা বড় কিন্তু 19 অপেক্ষা ছোট তাদের সেট।
:. নির্ণেয় সেট
= {x : x মেীলিক সংখ্যা এবং `5 < x < 19` }