Question:বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? 

Answer সমাধান: বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হলো অর্থাৎ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেল (১০ - ৮) = ২% মনে করি মূলধন P টাকা দেওয়া আছে, মুনাফা I = ১২৮ টাকা সময় n = ৪ বছর মুনাফার হার বৃদ্ধি r = `২% = ২/(১০০)` আমরা জানি, I = prn বা, P = `I/(rn)` অর্থাৎ মূলধন = মুনাফা/মুনাফা হার `xx` সময় :. মূলধন =` (১২৮)/(২/(১০০) xx ৪)` টাকা = `((১২৮)/২)/(২৫)` টাকা =` ১২৮ xx (২৫)/২` টাকা = ১৬০০ টাকা :. মূলধন ১৬০০ টাকা। উত্তর: ১৬০০ টাকা 

+ Report
Total Preview: 4109
baroshik munafa ৮% theke beড়ে ১০% hooyay tisha maromar ay ৪ bochore ১২৮ taka beড়ে gel. tar muldhn koto chil?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd