Question:বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়? 

Answer সমাধান: প্রথম ক্ষেত্রে আমরা জানি, I = prn অর্থাৎ মুনাফা = আসল` xx` মুনাফার হার `xx` সময় :. ১০% হার মুনাফায় ৩০০০ টাকার ১ বছরের মুনাফা = `৩০০০ xx ১০% xx ১` টাকা =` ৩০০০ xx (১০)/(১০০) xx ১` টাকা = ৩০০ টাকা অনুরুপভাবে, ৮% হার মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা = `২০০০ xx ৮/(১০০) xx ১` টাকা = ১৬০ টাকা :. মোট আসল P = (৩০০০ + ২০০০) টাকা = ৫০০০ টাকা :. মোট মুনাফা I = (৩০০ + ১৬০) টাকা = ৪৬০ টাকা সময় n = ১ বছর গড় মুনাফার হার r = ? আমরা জানি, I = prn বা, r =` I/(pn)` অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময় = `(৪৬০)/(৫০০০ xx ১)` = ০.০৯২ = `০.০৯২ xx ১০০ xx ১/(১০০)` =` ৯.২ xx ১/(১০০)` = ৯.২% :. মুনাফার হার ৯.২% উত্তর: ৯.২% 

+ Report
Total Preview: 5038
baroshik ১০% munafay ৩০০০ taka abong ৮% munafay ২০০০ taka biniyog karole mot muldhner upar gaড়ে shotkra koto taka hare munafa paoya jayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd