Question:কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
Answer শহরের বর্তমান জনসংখ্যা p = ৬৪০০০০০ জনসংখ্যা বৃদ্ধির হার r = `(২৫)/(১০০০) = ১/(৪০)` সময় n = ২ বছর এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার হার প্রযোজ্য :. C = P` (১ + r)^n` বা, C `= ৬৪০০০০০ xx (১ + ১/(৪০))^২` = `৬৪০০০০০ xx ((৪১)/(৪০))^২` = `৬৪০০০০০ xx (৪১ xx ৪১)/(৪০ xx ৪০)` = ৬৭২৪০০০ :. ২ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৬৭২৪০০০ উত্তর: ৬৭২৪০০০ জন।
+ Report
kono shohorer borotman jonshongkha ৬৪ lkh. shohorotir jonshongkha briddhir har proti hajare ২৫ jon hole ২ bochor par ঐ shohorer jonshongkha koto hobe?