Answer সমাধান:
ক. দেওয়া আছে, মূলধন p = ৩০০০ টাকা
সময় n = ২ বছর
দুই বছরের মুনাফা-আসল A = ৩৬০০ টাকা
:. ২ বছরের মুনাফা, I = (৩৬০০ - ৩০০০) টাকা
= ৬০০ টাকা
মনে করি, বার্ষিক মুনাফার হার r%
আমরা জানি,I = prn
বা, ৬০০ =৩০০০×r১০০×২
বা, ৬০০ = ৬০×r
বা, r=৬০০৬০
:. r = ১০
:. মুনাফার হার ১০%
খ. আরও ৩ বছর সময় বেশি হলে,
সময় n = (২ + ৩) বছর বা ৫ বছর
:. ৫ বছর পর মুনাফা = আসল × মুনাফার হার × সময়
= ৩০০০×১০১০০×৫ টাকা
= ১৫০০ টাকা
:. ৫ বছর পর মুনাফা-আসল = আসল + মুনাফা
= (৩০০০ + ১৫০০) টাকা
= ৪৫০০ টাকা
উত্তর: ৪৫০০ টাকা
গ. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C = p(১+r)n
এখানে মূলধন p = ৩০০০ টাকা
সময় n = ২ বছর
মুনাফার হার, r = ১০%
=১০১০০=১১০
:. চক্রবৃদ্ধি মূলধন
C = ৩০০০(১+১১০)২ টাকা
= ৩০০০×১১১০×১১১০ টাকা
= ৩৬০০ টাকা
:. চক্রবৃদ্ধি মূলধন ৩৬০০ টাকা।
উত্তর: ৩৬০০ টাকা।