Answer ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে,
সরলমুনাফা I = prn
এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C = `p(১ + r)^n`
:. চক্রবৃদ্ধি মুনাফা =`p (১ + r)^n - p`
খ. আসল + ৫ বছরের মুনাফা = ৩০০০০ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ২৮০০০ টাকা
-----------------------------------------------
(বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২০০০ টাকা
:. ১ ,, ,, = `(২০০০)/২` টাকা
:. ৩ ,, ,, = `(২০০০ xx ৩)/২` টাকা
= ৩০০০ টাকা
:. আসল = মুনাফা-আসল-মুনাফা
= (২৮০০ - ৩০০০) টাকা
= ২৫০০০ টাকা
:. ২৫০০০ টাকার ৩ বছরের মুনাফা ৩০০০ টাকা
:. ১ টাকার ১ বছরের মুনাফা `(৩০০০)/(২৫০০০ xx ৩)`টাকা
:. ১০০ টাকার ১ বছরের মুনাফা` (৩০০০ xx ১০০)/(২৫০০ xx ৩)` টাকা
= ৪ টাকা
:. মুনাফার হার ৪%।
গ. ‘খ’ থেকে পাই, মুনাফার হার r = ৪% =` ৪/(১০০)`
সময় n = ৫ বছর
মুনাফা-আসল A = ৪৮০০০ টাকা
ধরি মূলধন = p টাকা
আমরা জানি, A = p + I
বা, p + I = A
বা, P + prn = A
বা, p(১ + rn) = A
বা, `p(১ + ৪/(১০০) xx ৫) = ৪৮০০০`
বা, `p(১ + ১/৫) = ৪৮০০০`
বা, `p((৫ + ১)/৫) = ৪৮০০০`
বা, `৬p = ৪৮০০০ xx ৫`
বা, `p = (৪৮০০০ xx ৫)/৬`
:. p = ৪০০০০
:. ব্যাংকে ৪০০০০ টাকা জমা রাখতে হবে।
উত্তর: ৪০০০০ টাকা।