Question:একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। ক. ৫% কে অনুপাতে প্রকাশ কর। খ. তার কত টাকা ক্ষতি হলো? গ. ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হবে? 

Answer সমাধান: ক.` ৫% = ৫ ১/(১০০) = ১/(২০) = ১ : ২০` উত্তর: ১ : ২০ খ. ডালের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা। ডালের বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা :. ডালের বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(৯৫)` টাকা :. ডালের বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ২৩৭৫.০০)/(৯৫)` টাকা = ২৫০০ টাকা :. দোকানদারের ক্ষতি হলো (২৫০০ - ২৩৭৫) টাকা = ১২৫ টাকা উত্তর: ১২৫ টাকা। গ. ‘খ’ অংশ হতে পাই, ডালের ক্রয়মূল্য ২৫০০ টাকা। আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৬) টাকা = ১০৬ টাকা। ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা :. ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `(১০৬)/(১০০)` টাকা :. ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য `(১০৬ xx ২৫০০)/(১০০)` টাকা = ২৬৫০ টাকা :. ঐ ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করতে হবে। উত্তর: ২৬০০ টাকা। 

+ Report
Total Preview: 1171
akjon dokandar kichu dal ২৩৭৫.০০ takay bicry karay ৫% khti holo. ka. ৫% ke onupate prokasho karo. kh. tar koto taka khti holo? ga. ঐ dal koto takay bicry karole tar ৬% labh hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd