Answer সমাধান:
ক.` ৫% = ৫ ১/(১০০) = ১/(২০) = ১ : ২০`
উত্তর: ১ : ২০
খ. ডালের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা।
ডালের বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
:. ডালের বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(৯৫)` টাকা
:. ডালের বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ২৩৭৫.০০)/(৯৫)` টাকা
= ২৫০০ টাকা
:. দোকানদারের ক্ষতি হলো (২৫০০ - ২৩৭৫) টাকা
= ১২৫ টাকা
উত্তর: ১২৫ টাকা।
গ. ‘খ’ অংশ হতে পাই,
ডালের ক্রয়মূল্য ২৫০০ টাকা।
আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য
(১০০ + ৬) টাকা = ১০৬ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা
:. ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `(১০৬)/(১০০)` টাকা
:. ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য `(১০৬ xx ২৫০০)/(১০০)` টাকা
= ২৬৫০ টাকা
:. ঐ ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করতে হবে।
উত্তর: ২৬০০ টাকা।