Question:কামাল সাহেব ব্যাংকে নিদিষ্ট হার মুনাফায় ৪,০০০ টাকা জমা রেখে ৩ বছর পর মুনাফা-আসলে ৫,৫০০ টাকা ফেরত পেলেন। ক. টাকায় হার মুনাফায় বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? খ. কামাল সাহেব কত হার মুনাফায় ঐ ব্যাংকে টাকা জমা রেখেছিলেন? গ. কামাল সাহেব অন্য কোনো ব্যাংকে ঐ একই হার মুনাফায় কত টাকা জমা রাখলে ৫ বছর পর মুনাফা-আসলে ১৬,২৫০ টাকা ফেরত পেতেন? 

Answer ক. দেওয়া আছে, আসল = p টাকা মুনাফার হার r% =` r/(১০০)` সময় = n বছর :. সরল মুনাফা I = `p. n. r/(১০০)` টাকা =` (prn)/(১০০)` টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা = `{p(১ + r/(১০০) - p}` টাকা খ. দেওয়া আছে, আসল p = ৪০০০ টাকা সময় n = ৩ বছর মুনাফা-আসল A = ৫০০০ টাকা :. মুনাফা I = (৫৫০০ - ৪০০০) টাকা = ১৫০০ টাকা আমরা জানি, I = pnr বা, r = `I/(pr)` = `(১৫০০)/(৪০০০ xx ৩)` = ০.১২৫ =` ০.১২৫ xx ১০০%` = ১২.৫% মুনাফার হার ১২.৫% উত্তর: ১২.৫%। গ. মনে করি, আসল = p টাকা দেওয়া আছে, মুনাফা-আসল A = ১৬২৫০ টাকা সময় n = ৫ বছর :. মুনাফা, I = A - P = (১৬২৫০ - P) টাকা = মুনাফার হার r = ১২.৫% = `(১২.৫)/(১০০)` আমরা জানি,I = pnr বা, `১৬২৫০ - p = p xx ৫ xx (১২.৫)/(১০০)` বা, ১৬২৫০ - p = `p xx (১২.৫)/(২০)` বা, `১৬২৫০ = (১২.৫ P)/(২০) + P` বা, `১৬২৫০ = (১২.৫ P + ২০ P)/(২০)` বা, `৩২.৫ P = ১৬২৫০ xx ২০` বা, p = `(১৬২৫০ xx ২০)/(৩২.৫)` বা, p = ১০০০০ :. কামাল সাহেব অন্য ব্যাংকে জমা রেখেছিলেন ১০০০০ টাকা। উত্তর: ১০০০০ টাকা। 

+ Report
Total Preview: 3615
kamal shahebo bojangke nidisht har munafay ৪,০০০ taka jama rekhe ৩ bochor par munafa-ashole ৫,৫০০ taka pherot pelen. ka. takay har munafay bochore shorol munafa o chcrbriddhi munafa koto hobe? kh. kamal shahebo koto har munafay ঐ bojangke taka jama rekhechilen? ga. kamal shahebo onno kono bojangke ঐ aki har munafay koto taka jama rakhle ৫ bochor par munafa-ashole ১৬,২৫০ taka pherot peten?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd