Question:৬.পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি `70` বছর। তাদের বয়সের অনুপাত `7` বছর পূর্বে ছিল `5 : 2`। `5` বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ? 

Answer সমাধান: `7`বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল `5 : 2` `:.` ধরি, `7` বছর পূর্বে পিতার বয়স ছিল `5x` বছর। `:.` এবং `7` বছর পূর্বে পুত্রের বয়স ছিল `2x` বছর `:.` বর্তমানে পিতার বয়স `= (5x + 7 )` বছর এবং বর্তমানে পুত্রের বয়স `= ( 2x + 7)` বছর প্রশ্নমতে, `5x + 7 + 2x + 7 = 70` বা, `7x + 14 = 70` বা, `7x = 70 - 14` বা, ` 7x = 56` বা, `x = (56)/7` `:. x = 8` `:. 5` বছর পরে পিতার বয়স হবে `= (5x + 7 + 5)` বছর `= (5x + 12)`বছর `= (5 xx 8 + 12)`বছর `= (40 + 12)`বছর `= 52`বছর এবং `5` বছর পরে পুত্রের বয়স হবে`= (2x + 7 + 5)` বছর `= (2x + 12)`বছর `= (2 xx 8 + 12)`বছর `= (16 + 12)`বছর `= 28`বছর `:. 5`বছর পরে তাদের বয়সের অনুপাত `= 52 : 28` `= 13 : 7` Ans. `13 : 7` 

+ Report
Total Preview: 4791
৬.pita o putrer borotman boyosher shomoshti `70` bochoro. tader boyosher onupat `7` bochor paূrobe chil `5 : 2`. `5` bochor pare tader boyosher onupat koto hobe ?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd