Answer ক. দেওয় আাছে, রেজা ও তার পিতার বর্তমান বয়সের অনুপাত 1 : 3
মনে করি রেজার বর্তমান বয়স x বছর
এবং তার পিতার বর্তমান বয়স 3x বছর
:. 8 বছর পর রেজার বয়স হবে (x + 8) বছর এবং তার পিতার বয়স হবে (3x + 8) বছর।
:. 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে (x + 8) : (3x + 8) (Ans)
খ. ‘ক’ অংশ হতে পাই,
8 বছর পর রেজা ও তার পিতার বয়সের অনুপাত (x + 8) : (3x + 8)
দেওয়া আছে, 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3 : 7
প্রশ্নানুসারে,(x + 8) : (3x + 8) = 3 : 7
বা,`(x + 8)/(3x + 8) = 3/7`
বা, 9x + 24 = 7x + 56 [আড়গণন করে]
বা, 9x - 7x = 56 - 24
বা, 2x = 32
বা, ` x = (32)/2`
:. x = 16
:. 16
গ. ‘খ’ অংশ হতে পাই,
রেজার বর্তমান বয়স বছর এবং তার পিতার বর্তমান বয়স 48 বছর।
মনে করি y বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7 : 15
আবার y বছর পর রেজার বয়স হবে (16 + y) বছর
তার পিতার বয়স হবে (48 + y) বছর।
প্রশ্নানুসারে, (16 + y) : (48 + y) = 7 : 15
বা, `(16 + y)/(48 + y) = 7/(15)`
বা, 240 + 15y = 336 + 7y
বা, 15y - 7y = 336 - 240
বা, 8y = 96
বা, y = `(96)/8`
:. y = 12
:. 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7 : 15
Ans: 12