Question:১০.> তিন জেলে 690 টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত
`2/3, 4/5, `এবং `5/6` হলে কে কয়টি মাছ পেল?
Answer দেওয়া আছে, তিনজনের অংশের
অনুপাত = `2/3 : 4/5 : 5/6`
ধরি ১ম জেলে মাছ পায় `(2x)/3` টি
:. ২য় জেলে ,, ,, `(4x)/5` টি
:. ৩য় জেলে ,, ,, `(5x)/6 `টি
প্রশ্নমতে, `(2x)/3 + (4x)/5 + (5x)/6 = 90`
বা,` (20x + 24x + 25x)/(30) = 690`
বা,` (69x)/(30) = 690`
বা, 69x = `690 xx 30`
বা, `x = (690 xx 30)/(69)`
:. x = 300
:. ১ম জেলে পায় =` (2x)/3` টি =` (2 xx 300)/3` টি = 200 টি
২য় জেলে পায় `= (4x)/5` টি =` (4 xx 300)/5` টি = 240 টি
৩য় জেলে পায় `= (5x)/6` টি =` (5 xx 300)/6` টি = 250 টি
Ans. ১ম জেলে 200টি ২য় জেলেে 240টি এবং ৩য় জেলে 250টি মাছ পায়।