Question:১২.> একটি ত্রিভুজের পরিসীমা 45 সে.মি। বাহগুলোর দৈর্ঘের অনুপাত 3 : 5 : 7 হলে, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় কর। 

Answer দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা = 45 সে.মি বাহগুলোর দৈর্ঘের অনুপাত = 3 : 5 : 7 ধরি ১ম বাহুর দৈর্ঘ = 3x সে.মি :. ২য় বাহুর দৈর্ঘ = 5x সে.মি ৩য় বাহুর দৈর্ঘ = 7x সে.মি প্রশ্নমতে, 3x + 5x + 7x = 45 বা, 15x = 45 বা, x` = (45)/(15)` :. ১ম বাহুর দৈর্ঘ `= 3 xx 3` সে.মি = 9 সে.মি ২য় বাহুর দৈর্ঘ `= 5 xx 3` সে.মি = 15 সে.মি ৩য় বাহুর দৈর্ঘ = `7 xx 3` সে.মি = 21 সে.মি Ans. ১ম বাহু, ২য় বাহু, ৩য় বাহুর দৈর্ঘ যথাক্রমে 9 সে. মি 15 সে.মি 21 সে.মি। 

+ Report
Total Preview: 927
১২.> akti trivujer parishima 45 she.mi. bahogulor doirogher onupat 3 : 5 : 7 hole, prottek bahur pariman nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd