Answer সাকিবের রান : মুশফিকের রান
= 3 : 2
=` (3 xx 3) : (2 xx 3)`
[অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে]
= 9 : 6
মুশফিকের রান : মাশরাফির রান = 3 : 2
[অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে]
:. সাকিবের রান : মুশফিকের রান : মাশরাফির রান = 9 : 6 : 4
মনে করি, সাকিবের রানের সংখ্যা = 9x
:. মুশফিকের রানের সংখ্যা = 6x
এবং মাশরাফির রানের সংখ্যা = 4x
প্রশ্নমতে, 9x + 6x + 4x = 171
বা, 19x = 171
বা,` x = (171)/(19)`
:. x = 9
সাকিবে রানের সংখ্যা = 9x =` (9 xx 9) = 81`
মুশফিকের রানের সংখ্যা = 6x =` (6 xx 9) = 54`
এবং মাশরাফির রানের সংখ্যা = 4x =` (4 xx 9) = 36`
Ans. সাকিব 81 রান, মুশফিকুর 54 রান, মাশরাফি 36 রান করেছে।