Question:১৫.> একটি অফিসে 2 জন কর্মকর্তা 7 জন করণিক এবং 3 জন পিওন
আছে। একজন পিওন 1 টাকা পেলে একজন করণিক পায় 2 টাকা
একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 150,000
হলে, কে কত বেতন পায়? অনুশীলনী-১১.২
Answer একজন পিওন 1 টাকা পেলে একজন করণিক 2 পায় টাকা
এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা।
:. কর্মকর্তা করণিক এবং পিওন এর বেতনের অনুপাত = 4 : 2 : 1
ধরি, একজন কর্মকর্তার বেতন = 4x টাকা
:. একজন করণিকের বেতন 2x টাকা
এবং একজন পিওনের বেতন = x টাকা।
প্রশ্নমতে, `4x xx 2 + 2x xx 7 + x xx 3` = 150000
বা, 8x + 14x + 3x = 150000
বা, 25x = 150000
বা, x` = (150000)/(25)`
:. x = 6000
:. একজন পিওন পায় `(1 xx 6000) `বা, 6000 টাকা
একজন করণিক পায় `(6000 xx 2)`বা, 12000 টাকা
একজন কর্মকর্তা পায় `(6000 xx 4)` টাকা বা 24,000 টাকা
Ans, কর্মকর্তা 24,000 টাকা, করণিক 12,000 টাকা এবং পিওন 6.000 টাকা বেতন পায়।