Question:২২.> জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে 3 বছর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় কর। 

Answer ধরি জেমির ঋণের পরিমাণ x টাকা এবং সিমির ঋণের পরিমাণ y টাকা। আমরা জানি মুনাফা = মূলধন`xx` মুনাফার হার x সময় :. 10% হারে জেমির ঋণের 2 বৎসর সুদ `= (x xx (10)/(100) xx 2) `টাকা `= x/5` টাকা 10% হারে সিমির ঋণের 3 বৎসর সুদ `= (y xx (10)/(100) xx 3)` টাকা =` (3y)/(10)` টাকা জেমির মুনাফা আসল `= (x + x/5)` টাকা `= ((5x + x)/5)` টাকা `= (6x)/5` টাকা সিমির মুনাফা আসল `= (y + (3y)/(10)` টাকা `= ((10y + 3y)/(10)` টাকা `= (13y)/(10)` টাকা প্রশ্নমতে,` (6x)/5 = (13y)/(10)` বা, 60x = 65y [আড়গুণন করে] বা,` x/y = (65)/(60)` বা,` x/y = (13)/(12)` :. x : y = 13 : 12 Ans. জেমি ও সিমির ঋণের পরিমাণের অনুপাত 13 : 12 

+ Report
Total Preview: 1383
২২.> jemi o shimi aki bojangk theke aki dine 10% shorol munafay alada alada pariman orotho rin neyo. jemi 2 bochor par munafa ashole jot taka shodh kare 3 bochor shimi munafa ashole tot taka shodh kare. tader rner onupat nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd