Question:১.> এসএসসি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা 3000 টাকা
উত্তোলন করল। প্রত্যেকে যতজন ছাত্র আছে তার চেয়ে 10 টাকা বেশি চাঁদা
দিল। উক্ত টাকা উপহার এবং ডেকোরেশনে `1 : 1 1/2` অনুপাত ব্যয় হবে।
ক. চাঁদা আদায়ের তথ্যটি সমীকরণ আকারে লিখ।
খ. উপহার ও ডেকোরেশনের টাকা পৃথক কর।
গ. প্রত্যেককে কত করে টাকা দিতে হবে এবং শিক্ষীর্থীরা সংখ্যা নির্ণয় কর।
Answer ক. মনে করি শিক্ষার্থীর সংখ্যা = x জন
:. প্রত্যেকে চাঁদা দেয় = (x + 10) টাকা
সমীকরণ, x(x + 10) = 3000 (Ans)
খ. উপহার : ডেকোরেশন `= 1 : 1 1/2`
=` 1 : 3/2`
=` 1 xx 2 : 3/2 xx 2` [2 দ্বারা গুণ করে]
= 2 : 3
অনুপাতের যোগফল (2 + 3) = 5
উপহারে ব্যয় হয় = 3000 এর `2/5` = 1200 টাকা
ডেকোরেশনে ব্যয় হয় = 3000 `3/5` = 1800 টাকা
উপহারে ব্যয় হয় = 1200 টাকা
ডেকোরেশনে ব্যয় হয় = 1800 টাকা
গ. ‘ক’ হতে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা = x জন
প্রত্যেকে চাঁদা দেয় = (x + 10) টাকা
সমীকরণ, x(x + 10) = 3000
প্রশ্নমতে, x(x + 10) = 3000
বা,` x^2 + 10x = 3000`
বা,` x^2 + 10x - 3000 = 0`
বা,` x^2 + 60x - 50x - 3000 = 0`
বা, x(x + 60) - 50(x + 60) = 0
বা, (x + 60) (x - 50) = 0
হয় x + 60 = 0 অথবা x - 50 = 0
:. x = -60 :. x = 50
ইহা গ্রহণযোগ্য নয়
:. শিক্ষার্থীর সংখ্যা 50 জন
এবং প্রত্যেকে চাঁদা দেয় = 50 + 10 = 60 টাকা
Ans. 60 টাকা এবং 50 জন।