Answer ক. ধানের পরিমাণ : চালের পরিমাণ = 3 : 2 = 12 : 8
আবার গমের পরিমাণ : সুজির পরিমাণ = 4 : 3 = 12 : 9
:. নির্ণেয় চাল ও সুজির অনুপাত = 8 : 9
খ. ‘ক’ থেকে পাই, চাল ও সুজির অনুপাত 8 : 9
এবং ধান ও গমের অনুপাতের পরিমাণ = 12 : 12
:. তুসের পরিমাণ : ভুসির পরিমাণ = (12 - 8) : (12 - 9)
= 4 : 3
:. 1 কুইন্টাল বা 100 কেজি ধানে তুসের পরিমাণ
= 100 কেজি এর `4/(12) = 33.33 `কেজি।
গমে ভুসির পরিমাণ = 100 কেজি এর `3/(12) = 25` কেজি।
গ. ‘ক’ থেকে পাই,
ধানে চাল 2x কেজি থাকলে তুস থাকবে x কেজি।
[:. ধান : চাল = 3 : 2]
:.ধান ও তুসের মোট পরিমাণ = (3x + x) কেজি = 4x কেজি।
আবার, গমে সুজি 3x কেজি থাকলে ভুসি থাকবে x কেজি
[:. গম ও সুজি = 4 : 3]
:. গম ও সুজির মোট পরিমাণ = (4x + x) কেজি = 5x কেজি
:. তুসের শতকরা পরিমাণ =` x/(4x) xx 100%` = 25%
আকার ভুসির শতকরা পরিমাণ = `x/(5x) xx 100%` = 20% (Ans)