Question:৩.> একটি কারখানায় দৈনিক মজুরি প্রতি দক্ষ শ্রমিকের 180 টাকা ও অদক্ষ শ্রমিকের 150 টাকা। মোট শ্রমিক সংখ্যা 250 এবং দৈনিক মোট মজুরী 39600 টাকা। ক. ওপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন কর। খ. দক্ষ ও অদক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরীর অনুপাত নির্ণয় কর। গ. প্রত্যেক অদক্ষ শ্রমিক তার বার্ষিক মজুরীর 5% প্রভিডেন্ট ফান্ডে জমা দেন এবং কারখানার মালিক সমপরিমাণ অর্থ উক্ত ফান্ডে জমা দিলে 20 বছর পর প্রত্যেক অদক্ষ শ্রমিকের ফান্ডে কত টাকা জমা হবে? অনুশীলনী-১১.২ 

Answer ক. মনে করি, দক্ষ শ্রমিক সংখ্যা = x অদক্ষ শ্রমিক সংখ্যা = y :. প্রতিজনের 180 টাকা হিসেবে দক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরী 180 টাকা এবং ,, 150 ,, ,, অদক্ষ ,, ,, = 150y টাকা প্রশ্নমতে, x + y = 250 এবং 180x + 150y = 39600 (Ans.) খ. ‘ক’ থেকে x + y = 250..........(i) 180x + 150y = 3900...........(ii) (i) নং কে 150 দ্বারা গুণ করে (ii) নং থেকে বিয়োগ করে পাই, 180x + 150y = 39600 150x + 150y = 37500 (-) (-) (-) ------------------------------ 30x = 2100 বা, `x = (2100)/(30)` :. x = 70 জন x এর মান (i) নং বসিয়ে, 70 + y = 250 y = 250 - 70 :. y = 180 দক্ষ শ্রমিকের দৈনিক মজুরী = `(70 xx 180)` টাকা = 1200 টাকা অদক্ষ ম্রমিকদের দৈনিক মোট মজুরী `= (180 xx 150)` টাকা = 2700 টাকা :. দক্ষ ও অদক্ষ শ্রমিকদের দৈনিক মোট মজুরী অনুপাত = 1200 : 2700 = 126 : 270 = 7 : 15 (Ans) গ. দেওয়া আছে, প্রতি অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরী = 150 টাকা :. প্রতি অদক্ষ শ্রিমিকের বার্ষিক মজুরী =` (150 xx 365) `টাকা [:. 1 বছর = 365 দিন] = 54750 টাকা প্রভিডেন্ড ফান্ডে জমা দেয় = 54750 টাকা এর =` (54750 xx 5/(100))`টাকা = 2737.5 টাকা সুতরাং কারখানার মালিক জমা দিল = 2737.5 টাকা প্রত্যেক অদক্ষ শ্রমিকের প্রভিডেন্ড ফান্ডে 1 বছরে মোট জমা হলো = (2737.5 + 2737.5) টাকা = 5475 টাকা :. 20 বছর পর প্রত্যেক অদক্ষ শ্রমিকের ফান্ডে জমা হবে `= 20 xx 5475` টাকা = 1,09,500 টাকা (Ans) 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 1249
৩.> akti karokhanay doinik mojuri proti dokh sromiker 180 taka o odokh sromiker 150 taka. mot sromik shongkha 250 abong doinik mot mojuri 39600 taka. ka. oparer tothoেr aloke shomikron gathn karo. kh. dokh o odokh sromiker doinik mot mojurir onupat nirony karo. ga. prottek odokh sromik tar baroshik mojurir 5% provedent fandoে jama den abong karokhanar malik shomopariman orotho ukto fandoে jama dile 20 bochor par prottek odokh sromiker fandoে koto taka jama hobe? onushilne-১১.২
Copyright © 2024. Powered by Intellect Software Ltd