Question:৬.> কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। ক. অজানা রাশির (x) মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত রাশির দৈর্ঘ্য নির্ণয় কর। খ. ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? গ. যদি ঐ বর্গক্ষেত্রের বৃদ্ধির পরিমাণ 41.16 এর সমান হয়, তবে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল? 

Answer ক. মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক প্রত্যেক বাহু বৃদ্ধি পায় x এর 10% =` (x xx (10)/(100))` একক `x/(10)` একক :. বাহুর পরিমাণ হবে `(x + x)/(10)` একক `(11x)/(10)` একক Ans. খ. বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক হলে ক্ষেত্রফল `x^2` বর্গ একক ‘ক’ অংশ হতে পাই, 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ হয় `(11x)/(10)` একক :. ক্ষেত্রফল হয় `((11x)/(10))^2` বর্গ একক `(121x^2)/(100)` বর্গ একক :. নতুন বর্গক্ষেত্র বৃদ্ধি পায় `((121x^2)/(100) - x^2)` বর্গ একক = `(121x^2 - 100x^2)/(100)` বর্গ একক = `(21x^2)/(100)` বর্গ একক :. ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ (বৃদ্ধি/পূর্বের ক্ষেত্রফল` xx` 100)% = `(((21x^2)/(100))/(x^2) xx 100)%` =` ((21x^2)/(100x^2) xx 100)^` = 21% :. ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21% Ans. গ. ‘খ’ হতে পাই, বর্গক্ষেত্রটির ক্ষেতফল বৃদ্ধির পরিমাণ `= (21x^2)/(100)` বর্গ একক :. প্রশ্নানুসারে, `(21x^2)/(100) = 41.16` বা `21x^2 `[আড়গুণন করে] বা,` x^2 = (4116)/(21)` বা,` x^2 = 196` বা, x = 14 [বর্গমূল করে] :. x = 14 :. বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 14 একক এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল =` x^2` বর্গ একক =` (14)^2` বর্গ একক = 196 বর্গ একক Ans. 14 একক, 196 বর্গ একক। 

+ Report
Total Preview: 491
৬.> kono borogkkhetrer prottek bahur doirgho 10% briddhi payo. ka. ojana rashir (x) madhjome briddhi prapat rashir doirgho nirony karo. kh. ঐ borogkkhetrer kkhetrophol shotkra koto briddhi payo? ga. jodi ঐ borogkkhetrer briddhir pariman 41.16 ar shoman hoyo, tobe borogkkhetrer prottek bahur doirgho koto? borogkkhetrotir kkhetrophol koto chil?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd