Question:স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার ধ্রুবক ব্যাখ্যা কর। 

Answer প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। ধরা যাক, ভার্নিয়ার স্কেলে দশটি ভঅগ আছে তথা দশটি দাগকাটা আছে। এই দশ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। যদি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য s এবং ভার্নিয়ার ভাগসংখ্যা n হলে, ভার্নিয়ার ধ্রুবক, VC = s/n। এক্ষেত্রে, s=1mm এবং n=20 ভাগ হলে, ভার্নিয়ার ধ্রুবক = 1/20=0.1mm 

+ Report
Total Preview: 2715
sholaiড kaliparchেr modhe varniyar dhrubok baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd