ভৌত রাশি ও পরিমাপ
  1. Question:ভার্নিয়ার ধ্রুবক কী? 

    Answer
    প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।

    1. Report
  2. Question:কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? 

    Answer
    কোনো কিছু পরিমাপ করা হয় কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হল একক। পরিমাপের সময় আদর্শ পরিমাণের সাথে যেন তুলনা করা যায় সেজন্য এককের প্রয়োজন।

    1. Report
  3. Question:শ্রাব্যতার সীমা কী? 

    Answer
    আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের পাল্লাকে শ্রাব্যতার সীমা বলে। এ সীমা 20Hz থেকে 20,000Hz এর মধ্যে।

    1. Report
  4. Question:আরোহী ও অবরোহী ট্রাস্সফর্মারের মধ্যে চারটি পার্থক্য লেখ। 

    Answer
    (ক) আরোহী ট্রান্সফর্মার: এই ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে।
    অবরোহী ট্রান্সফর্মার: এ ধরনের ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
    (খ) আরোহী ট্রান্সফর্মার: আরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীতে তারের পাক সংখ্যা বেশি থাকে।
    অবরোহী ট্রান্সফর্মার: অবরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীর তারের পাক সংখ্যা  কম থাকে।
    (গ) আরোহী ট্রান্সফর্মার: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
    অবরোহী ট্রান্সফর্মার: নিম্ন ভোল্টেজ ব্যবহারকারীর যন্ত্রপাতি যেমন রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান ইত্যাদি ব্যবহৃত হয়।
    (ঘ) আরোহী ট্রান্সফর্মার: আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে `E_p<E_s` এর `I_p>I_s`। 
    অবরোহী ট্রান্সফর্মার: অবরোহী ট্রান্সফর্মারে `E_p>E_s` এর `I_p<I_s`।

    1. Report
  5. Question:পিচ কী? 

    Answer
    স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য েএটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে।

    1. Report
  6. Question:প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের ব্যবহারের কারণ কী? 

    Answer
    মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারি এর চেয়ে কম দৈর্ঘ্য মাপতে পারি না। মিলিমিটারের ভগ্নাংশ মাপতে হলে আমাদের ব্যভহার করতে হয় ভার্নিয়ার স্কেল। এটিকে প্রধান স্কেলের পাশে সংযুক্ত করা হয় এবং এটি সামনে পেছনে ওঠানামা করতে পারে।

    1. Report
  7. Question:স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার ধ্রুবক ব্যাখ্যা কর। 

    Answer
    প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। 
    ধরা যাক, ভার্নিয়ার স্কেলে দশটি ভঅগ আছে তথা দশটি দাগকাটা আছে। এই দশ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান।
    যদি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য s এবং ভার্নিয়ার ভাগসংখ্যা n হলে, ভার্নিয়ার ধ্রুবক, VC = s/n।
    এক্ষেত্রে, s=1mm এবং n=20 ভাগ হলে,
    ভার্নিয়ার ধ্রুবক = 1/20=0.1mm

    1. Report
  8. Question:মাত্রা কী? 

    Answer
    কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে এর মাত্রা বলে।

    1. Report
  9. Question:ওজন কী ধরনের রাশি, ব্যাখ্যা কর। 

    Answer
    ওজন একটি লব্ধ রাশি।
    আমরা জানি, ‍ওজন= ভর x অভিকর্ষজ ত্বরণ
                        = ভর x বেগের পরিবর্তন/সময়
                        = ভর x দৈর্ঘ্য/সময়2
    অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে ওজন রাশিটি পাওয়া যায়, এটি একটি লব্ধ রাশি। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করায় এটি একটি ভেক্টর রাশি।

    1. Report
  10. Question:ভার্নিয়ার স্কেল কী? 

    Answer
    মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের মূল স্কেলের সাতে যে ক্ষুদ্রতম স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd