Question:ওজন কী ধরনের রাশি, ব্যাখ্যা কর।
Answer ওজন একটি লব্ধ রাশি। আমরা জানি, ওজন= ভর x অভিকর্ষজ ত্বরণ = ভর x বেগের পরিবর্তন/সময় = ভর x দৈর্ঘ্য/সময়2 অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে ওজন রাশিটি পাওয়া যায়, এটি একটি লব্ধ রাশি। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করায় এটি একটি ভেক্টর রাশি।
+ Report
ojon ki dhroner rashi, baakha karo.