Question:ভার্ণিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা কর।
Answer সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি। মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.2 মিলিমিটার, 0.4 মিলিমিটার বা 0.8 মিলিমিটার িইত্যাদি হলে আমাদের ব্যবহার করতে হয় ভার্নিয়ার স্কেল। এক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করা হয়, তাই হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলকে মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারে ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা যায়।
+ Report
varoniyar scal ken babohar kara hoy baakha karo.