Question:স্ক্রু গজের লঘিষ্ঠ গনন 0.01mm বলতে কী বোঝ? 

Answer আমরা জানি, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গনন। সুতরাং কোনো স্ক্রুগজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বোঝায়, উক্ত স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রাপ্ত তথা স্ক্রুটি 0.01mm পরিমাণ সরে আসবে। 

+ Report
Total Preview: 4171
shokru gajer lghishth gann 0.01mm bolte ki boঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd